Petrol, Diesel Prices Hike: মহালয়ার সকালেই ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, দেখে নিন এক ঝলকে
মহালয়ার সকালে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Prices Hike)৷ কলকাতায় (Kolkata) লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০৩ টাকা ৬৫ পয়সা৷ আজ লিটারে অতিরিক্ত ২৯ পয়সা দাম বেড়েছে৷ এখানে অতিরিক্ত ৩৬ পয়সা খরচ করে ১ লিটার ডিজেলের দাম পড়বে ৯৪ টকা ৫৩ পয়সা৷
নতুন দিল্লি, ৬ অক্টোবর: মহালয়ার সকালে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Prices Hike)৷ কলকাতায় (Kolkata) লিটার প্রতি পেট্রোলের মূল্য ১০৩ টাকা ৬৫ পয়সা৷ আজ লিটারে অতিরিক্ত ২৯ পয়সা দাম বেড়েছে৷ এখানে অতিরিক্ত ৩৬ পয়সা খরচ করে ১ লিটার ডিজেলের দাম পড়বে ৯৪ টকা ৫৩ পয়সা৷ চেন্নাইতে (Chennai) লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা৷ আজ পেট্রোলে ২৬ পয়সা দাম বেড়েছে৷ লিটার প্রতি ডিজেলের মূল্য ৯৫ টাকা ৯৩ পয়সা৷ লিটার প্রতি ৩৪ পয়সা দাম বেড়েছে ডিজেলের৷ পুজোর আগে এভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় ফের বিপাকে মধ্যবিত্ত৷ কারণ বাসের ভাড়াও যে তাল মলিয়ে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না৷ আরও পড়ুন-Mahalaya 2021 Wishes: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় আত্মীয় পরিজনদের Facebook Whatsapp-এ শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা
রাজধানীতে ফের পেট্রোল লিটার প্রতি ৩০ পয়সা দাম বাড়ল৷ দিল্লির (Delhi) বাসিন্দারা ১ লিটার পেট্রোল কিনতে গেলে ১০২ টাকা ৩৫ পয়সা খরচ করবেন৷ ডিজেলের দামও বেড়েছে ৩৫ পয়সা৷ আজ সেখানে ১ লিটার ডেজেলের মূল্য ৯১ টাকা ৪২ পয়সা৷ মুম্বইতে (Mumbai) লিটার প্রতি পেট্রোলের মূল্য বেড়েছে ২৯ পয়সা৷ বাণিজ্যনগরীতে আজ পেট্রোল বিকোচ্ছে ১০৮ টাকা ৯৬ পয়সা৷ ডিজেল কিনতে গেলে আরও অতিরিক্ত ৩৭ পয়সা খরচ করতে হবে৷ সবমিলিয়ে এক লিটার ডিজেলের দাম পড়বে ৯৯ টাকা ১৭ পয়সা৷