Petrol-Diesel Price Hike: মাত্রা ছাড়াচ্ছে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, ফের দাম বেড়ে কলকাতায় পেট্রল ১০১.১ টাকা

সেঞ্চুরি পেরোনোর পরও নিস্তার নেই। শুক্রবার দাম অপরিবর্তিত থাকলেও আজ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ পেট্রলের দাম ১০১ টাকা ১ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৯৭ পয়সা। দাম বেড়েছে অন্য মেট্রো শহরগুলিতে। ভোগান্তিতে সাধারণ মানুষ।

পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১০ জুলাই: সেঞ্চুরি পেরোনোর পরও নিস্তার নেই। শুক্রবার দাম অপরিবর্তিত থাকলেও আজ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। শনিবার কলকাতায় (Kolkata) লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ পেট্রলের দাম ১০১ টাকা ১ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৯৭ পয়সা। দাম বেড়েছে অন্য মেট্রো শহরগুলিতে। ভোগান্তিতে সাধারণ মানুষ।

রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রলের দাম বেড়ে দাঁড়ালো লিটারপ্রতি ১০০ টাকা ৯১ পয়সা। ডিজেলের দাম বেড়ে দাঁড়ালো প্রতি লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা। শোচনীয় অবস্থা মুম্বইয়েও (Mumbai)। সেখানে পেট্রল, ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। মুম্বইয়ে লিটার প্রতি দাম বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১০৬.৯৩ টাকা। ডিজেল লিটারপ্রতি ৯৭.৪৬ টাকা। ভোপালে ১০০ ছুঁতে চলেছে ডিজেল, বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৯৮.৬৭ টাকা। সেখানে পেট্রলের দাম ১০৯.২৪ টাকা। চেন্নাইতেও লাগামহীন পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি।

আরও পড়ুন, উটে চেপে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন শিক্ষকরাআরও পড়ুন, উটে চেপে পড়ুয়াদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন শিক্ষকরা

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ক্রমাগত দাম বাড়িয়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম কম থাকলেও কেন কেন্দ্র সরকার কর মকুব করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিন্তু কোথায় কী! নির্বিকার কেন্দ্র। করোনাকালে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই কেন্দ্র সরকারের। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে হয়েছে ৭৭ ডলার। তবুও দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র।

কলকাতায় ভাড়া বৃদ্ধির দাবিতে নেমেছেন বেসরকারি বাস মালিকেরা। হারে জ্বালানির দাম বাড়লে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো একপ্রকার অসম্ভব বলে জানিয়ে দেন বেসরকারি বাস মালিক, চালকেরা। এদিকে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে দেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। শুধু জ্বালানিই নয়। দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারেরও। একে করোনাকালে লকডাউন, অন্যদিকে বেপরোয়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে।