Petrol-Diesel Price Hike: মহার্ঘ পেট্রল-ডিজেলের দামে নাজেহাল সাধারণ মানুষ, আজ ফের বাড়ল জ্বালানির মূল্য

শুক্রবার আবারও বাড়ল পেট্রল, ডিজেলের দাম। ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শুধু জ্বালানি তেলই নয় বেড়ে চলেছে খাদ্যদ্রব্যে ও সর্ষের তেলের দামও। লকডাউনে একেতেই আর্থিক টানাটানির শেষ নেই, এর মধ্যে বেড়ে চলেছে ট্যাঁকের খরচ। কার্যত দিশেহারা সাধারণ মানুষ। তবুও নির্বিকার কেন্দ্র সরকার। আজও কলকাতায় বাড়ল পেট্রল, ডিজেলের দাম।

পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৮ জুন: শুক্রবার আবারও বাড়ল পেট্রল, ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শুধু জ্বালানি তেলই নয় বেড়ে চলেছে খাদ্যদ্রব্যে ও সর্ষের তেলের দামও। লকডাউনে একেতেই আর্থিক টানাটানির শেষ নেই, এর মধ্যে বেড়ে চলেছে ট্যাঁকের খরচ। কার্যত দিশেহারা সাধারণ মানুষ। তবুও নির্বিকার কেন্দ্র সরকার। আজও কলকাতায় বাড়ল পেট্রল, ডিজেলের দাম।

কলকাতা (Kolkata) সহ আরও তিন মেট্রো শহরে ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম। জ্বালানির আগুন দাম মুম্বই, দিল্লি ও চেন্নাইতেও। শুক্রবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৮৪ পয়সা। দিন কয়েক পর ১০০ ছুঁতে চলেছে দাম। ডিজেলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৫৪ পয়সা। রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৯৩ পয়সা ও ডিজেল প্রতি লিটারে দাম ৮৭ টাকা ৬৯ পয়সা। মুম্বইয়ে (Mumbai) গত ২৯ জুন ১০০ ছুঁয়েছিল পেট্রল। এরপর থেকে আরও মূল্যবৃদ্ধি হয়েই চলেছে পেট্রলের। সেখানে লিটার প্রতি পেট্রলের দাম ১০২ টাকা ৮২ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৯৪ টাকা ৮৪ পয়সা। চেন্নাইতে (Chennai) প্রায় ১০০ ছুঁতে চলেছে পেট্রল, লিটার প্রতি ৯৮ টাকা ১৪ পয়সা হয়েছে দাম। ডিজেলের দাম ৯২ টাকা ৩১ পয়সা। আরও পড়ুন, খারিজ হোক মুকুলের বিধায়ক পদ, বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন শুভেন্দুর

মেট্রো শহরগুলির থেকেও পেট্রল-ডিজেলের বেশি দাম হাঁকাচ্ছে ভোপালে। সেখানে লিটার প্রতি পেট্রলের দাম ১০৪ টাকা ৫৩ পয়সা। ডিজেল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৫ পয়সা। সবমিলিয়ে পেট্রল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপের বোঝা বাড়ল। এরফলে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এই মূল্যবৃদ্ধির জীবনে কীভাবে সংসারের অনটন মিটবে তা নিয়েই চিন্তায় আম-জনতা।