IPL Auction 2025 Live

Petrol-Diesel Price Hike: ক্রমাগত চড়ছে জ্বালানির দাম, নির্বিকার কেন্দ্র

সত্যিই বিরাম নেই! ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানির দাম। কলকাতায় এবার ডিজেলের দামেও ৯০ পার। পেট্রলের দাম যে হারে বাড়ছে তাতে সেঞ্চুরি ছুঁতে সপ্তাহখানেক সময়ও লাগবে না। এদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ১০২.৫৮ টাকা, ডিজেলের দাম ৯৪.৭০ টাকা প্রতি লিটার। অন্যদিকে কলকাতায় পেট্রল লিটার পিছু ৯৬.৩৪ পয়সা, ডিজেল বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৯০.১২ টাকায়।

ভারাতে বাড়ল জ্বালানি তেলের দাম (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ জুন: সত্যিই বিরাম নেই! ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানির দাম (Fuel Price Hike)। কলকাতায় (Kolkata) এবার ডিজেলের (Diesel Price) দামেও ৯০ পার। পেট্রলের (Petrol Price) দাম যে হারে বাড়ছে তাতে সেঞ্চুরি ছুঁতে সপ্তাহখানেক সময়ও লাগবে না। এদিকে বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai)পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ১০২.৫৮ টাকা, ডিজেলের দাম ৯৪.৭০ টাকা প্রতি লিটার। অন্যদিকে কলকাতায় পেট্রল লিটার পিছু ৯৬.৩৪ পয়সা, ডিজেল বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৯০.১২ টাকায়।

দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৭.৬৯ টাকা ও ডিজেল ৯১.৯২ টাকা। সেখানে পেট্রল ১০০ ছুঁল বলে। অন্যদিকে রাজধানী দিল্লিতে ডিজেলের থেকে পেট্রলের দাম হু হু করে বেড়ে চলেছে। এখনও পর্যন্ত দিল্লিই একমাত্র মেট্রো শহর যেখানে ডিজেল ৯০ পার করেনি। সেখানে লিটার পিছু পেট্রলের দাম ৯৬.৪১ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭.২৮ টাকা। আরও পড়ুন, বর্ধমানের কাঁকসায় বৃষ্টিতে ভাঙল অস্থায়ী ব্রিজ, ভাইরাল ছবি

যদিও এই চার মেট্রো শহরগুলির থেকেও জ্বালানির দাম অগ্নিমূল্য ভোপালে। সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৪.৫৯ টাকা, ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৫.৯১ টাকায়। এমনকি উত্তরের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পেট্রলের দাম ছুঁয়েছে ১০১.৯৫ টাকা, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ৯৩ টাকা ৯০ পয়সা।

সবমিলিয়ে গোটা দেশেই 'হাড় জ্বালানি'। পেট্রল, ডিজেলের দামের ছ্যাঁকায় কার্যত নাজেহাল শ্রমিক, মজদুর, কৃষক, সাধারণ মানুষেরা। ইতিমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারেরও চড়া দাম। করোনা পরিস্থিতে লকডাউন, কাজ হারানো, বেতন ছাঁটাইয়ের পর মানুষ এমনিতেই দিশেহারা। অর্থ সংকট প্রায় দেশের বেশিরভাগ সংসারে। এর মধ্যে জ্বালানির দাম এই হারে বাড়লে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের কতটা ভোগান্তি হবে, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না কেন্দ্র সরকার। গত ২ মাস ধরে হু হু একদিন পরপরই বেড়ে যাচ্ছে পেট্রল, ডিজেলের দাম। কেন্দ্র সরকার এখনও নির্বিকার।