Petrol And Diesel Price: পরপর সাতদিনে পেট্রলে লিটার প্রতি ৩ টাকা ৯০ পয়সা, ডিজেলে লিটার প্রতি ৪ টাকা দাম বাড়ল
আজও দাম বাড়ল পেট্রল ও ডিজেলের (Petrol and diesel prices)। এই নিয়ে পরপর সাত দিন বাড়ল জ্বালানির দাম। শনিবার এই নিয়ে সপ্তম দিন অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL, IOC পেট্রলের দাম বাড়িয়েছে। এ দিন পেট্রোলের দাম বেড়েছে ৫৯-৬১ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৫০-৬০ পয়সা প্রতি লিটারে। সাত দিনে এই নিয়ে পেট্রলের লিটার প্রতি দাম বাড়ল ৩ টাকা ৯০ পয়সা। ডিজেলের দাম সাত দিনে বাড়ল ৪ টাকা।
নতুন দিল্লি, ১৩ জুন: আজও দাম বাড়ল পেট্রল ও ডিজেলের (Petrol and diesel prices)। এই নিয়ে পরপর সাত দিন বাড়ল জ্বালানির দাম। শনিবার এই নিয়ে সপ্তম দিন অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL, IOC পেট্রলের দাম বাড়িয়েছে। এ দিন পেট্রোলের দাম বেড়েছে ৫৯-৬১ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৫০-৬০ পয়সা প্রতি লিটারে। সাত দিনে এই নিয়ে পেট্রলের লিটার প্রতি দাম বাড়ল ৩ টাকা ৯০ পয়সা। ডিজেলের দাম সাত দিনে বাড়ল ৪ টাকা।
কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৫৭ পয়সা বেড়ে হয়েছে ৭৭ টাকা ৫ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি দাম বেড়েছে ৫৩ পয়সা। নতুন দাম ৬৯ টাকা ২৩ পয়সা। চেন্নাইয়ে আজ পেট্রলের দাম ৭৮.৯৯ টাকা, ডিজেলের দাম ৭১.৬৪ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রলের দাম ৭৪.২১ টাকা, ডিজেলের দাম ৬৯.৭৮ টাকা। আরও পড়ুন: Odisha: মহানদীর জলে ডুবে থাকা ৫০০ বছরের শতাব্দী প্রাচীন মন্দিরের উত্থান
দিল্লিতে পেট্রোলের দাম প্রতি ৫৯ পয়সা, ডিজেল প্রতি লিটারে ৫৮ পয়সা দাম বেড়েছে। আজ দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৭৫ টাকা ১৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৭৪ টাকা ৫৭ পয়সা।