Budget Session 2022 Live: গরিব মানুষের সহায় আয়ুষ্মান ভারত, বাজেট বক্তব্যে বললেন কোবিন্দ
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণ দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। বক্তব্যের শুরুতেই কোবিন্দ বললেন, সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র
নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণ দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। বক্তব্যের শুরুতেই কোবিন্দ বললেন, সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র। করোনা-আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে। তিনি আরও বলেন____
রামনাথ কোবিন্দের বক্তব্য
- জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় পড়াশোনায় জোর।
- ভোট-রাজনীতির প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে।
- ‘৬৩০ বিলিয়ন ডলারের বেশি বিদেশি মুদ্রার ভাঁড়ার ভারতের।
- নতুন জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় পড়াশোনায় জোর।
- বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি ভারতের।
- মোবাইল ফোন তৈরির শিল্পের নিরিখে ভারত আজ বিশ্বের ২ নম্বর।
- ১ লক্ষ কোটির বেশি জিএসটি প্রতি বছর আদায় হচ্ছে।
- খরিফ মরসুমে রেকর্ড ধান কিনেছে সরকার।
- কৃষিতে সাফল্যের মূল কারিগর ছোট চাষিরা।
- বর্ষায় জল সংরক্ষণের উপর জোর দিয়েছে সরকার।
- জৈব চাষে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
- ফসল বিমা যোজনায় ৮ কোটির বেশি ছোট চাষি উপকৃত হয়েছেন।
- জল জীবন মিশনে ৬ কোটি বাড়িকে যুক্ত করা হয়েছে।
- ২৭ হাজার গ্রামে দেওয়া হয়েছে ৪০ লক্ষ সম্পত্তি কার্ড।
- আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত।
- ভারতে তৈরি করোনার ৩ টিকা পেয়েছে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র।
- প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক বছরে ২ কোটি বাড়ি তৈরি হয়েছে।
- দেশকে আত্মনির্ভর করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার।
- সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র।
- করোনা-আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে।