Budget Session 2022 Live: গরিব মানুষের সহায় আয়ুষ্মান ভারত, বাজেট বক্তব্যে বললেন কোবিন্দ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণ দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। বক্তব্যের শুরুতেই কোবিন্দ বললেন, সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র

President Ramnath Kovind (Photo Credits: DD News)

নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ভাষণ দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। বক্তব্যের শুরুতেই কোবিন্দ বললেন,  সব কা সাথ সব কা বিকাশ, এই সরকারের মূল মন্ত্র। করোনা-আবহে সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বেড়েছে। তিনি আরও বলেন____

রামনাথ কোবিন্দের বক্তব্য