Rajasthan Cash Loot: রাজস্থানের আনাসাগর হ্রদের পাশে পড়ে টাকা ভর্তি ব্যাগ, লোকে জলে ঝাঁপ দিয়ে তুলছে টাকার পর টাকা

জলে ঝাঁপ দিলেই মিলছে টাকা। ২০০ টাকা, ৫০০ টাকার নোট। রাজস্থানের আজমেরে রামপ্রসাদ ঘাটে জলের মধ্যে মিলল ব্যাগের খোঁজ। যে ব্যাগে রয়েছে নগদ ২০০ টাকা ও ৫০০ টাকার প্রচুর নোট।

ছবিটি প্রতীকী (Photo Credits: PTI)

জলে ঝাঁপ দিলেই মিলছে টাকা। ২০০ টাকা, ৫০০ টাকার নোট। রাজস্থানের আজমেরে রামপ্রসাদ ঘাটে জলের মধ্যে মিলল ব্যাগের খোঁজ। যে ব্যাগে রয়েছে নগদ ২০০ টাকা ও ৫০০ টাকার প্রচুর নোট। খোঁজ মিলতেই বহু মানুষ জলে ঝাঁপ দিয়ে সেই সব নোট তুলে নিতে থাকেন। কোথা থেকে এল এই টাকার ব্যাগ। কে বা কারা এই ব্যাগ কী কারণে টাকা ভর্তিটা জলে ফেলল। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।



@endif