Coronavirus Outbreak Again: বিয়েবাড়িতে মাস্কহীন উপচে পড়া ভিড়েই বাড়ছে করোনার সংক্রমণ, বললেন নীতি আয়োগ বিশেষজ্ঞ
দেশে লাগামছাড়া সংক্রমণের (Coronavirus cases increasing in India) নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াতেই উদ্বেগ প্রকাশ করে একথা বললেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল। তিনি বলেন, দেশে ফের করোনার প্রকোপ বাড়ছে বিয়েবাড়ি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে মানুষের ঢল নামার জন্য। বিয়েবাড়িতে মাস্ক ছাড়া সবাই চলে যাচ্ছে। কেউ কোভিড বিধি অনুসরণ করছেন না। হ্যান্ড স্যানিটাই জার ব্যবহারেও মানুষ ইতস্তত করছে। সামাজিক দূরত্ববিধি তো পুরোপুরি শিকেয় উঠেছে।
নতুন দিল্লি, ২০ মার্চ: দেশে লাগামছাড়া সংক্রমণের (Coronavirus cases increasing in India) নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াতেই উদ্বেগ প্রকাশ করে একথা বললেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল। তিনি বলেন, দেশে ফের করোনার প্রকোপ বাড়ছে বিয়েবাড়ি ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে মানুষের ঢল নামার জন্য। বিয়েবাড়িতে মাস্ক ছাড়া সবাই চলে যাচ্ছে। কেউ কোভিড বিধি অনুসরণ করছেন না। হ্যান্ড স্যানিটাই জার ব্যবহারেও মানুষ ইতস্তত করছে। সামাজিক দূরত্ববিধি তো পুরোপুরি শিকেয় উঠেছে। আর এ সবের জেরে হু হু করে দেশে করোনার সংক্রমণ বাড়ছে। তথ্য, বলছে দেশের ৭০-৭৫ শতাংশ সংক্রামিত এখন উপসর্গহীন। তাই আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আরও পড়ুন-Supreme Court: আর কত প্রজন্ম ধরে চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ চলবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের
স্বাভাবিকভাবেই উপসর্গহীন ব্যক্তির ঘোরাঘুরিতে বাকিরা সংক্রামিত হচ্ছেন। বিয়ে-সহ অন্যান্য অনুষ্ঠান বাড়িতে ৫০ শতাংশ জনসমাগম বেঁধে দিয়েছিল কেন্দ্র। তবে জানুয়ারিতে করোনার প্রকোপ কমতেই সেই নিয়ম মাথায় উঠেছে। দেশে হু হু করে বাড়ছে সংক্রমণ। দিল্লি ও পাঞ্জাবে এভাবেই নতুন করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। গত কয়েকদিনে মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মুম্বইতেই তো গতকাল সারা দিনে ৩ হাজার নতুন রোগীর সন্ধান মিলেছে। আর রাজদানীতে ৭০০। ঊর্ধ্বমুখী সংক্রমণের তালিকায় রয়েছে পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও কেরালা। মহারাষ্ট্রের অবস্থা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।