ঝাড়খণ্ডের পানকি শহরে পরিস্থিতি স্বাভাবিক করতে বৈঠক শান্তি কমিটির, শিথিল বাধা-নিষেধ

মসজিদের বাইরে মহাশিবরাত্রির অনুষ্ঠানের গেট লাগানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল ঝাড়খণ্ডের পালামু জেলার পানকি শহরে। এর জেরে হওয়া মারামারির ফলে গোটা শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি ১৪৪ ধারাও জারি করা হয়েছিল।

Photo Credits: ANI

পালামু: মসজিদের বাইরে মহাশিবরাত্রির অনুষ্ঠানের গেট লাগানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল ঝাড়খণ্ডের (Jharkhand) পালামু (Palamu) জেলার পানকি শহরে (Panki town)। এর জেরে হওয়া মারামারির ফলে গোটা শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি ১৪৪ ধারাও জারি করা হয়েছিল। পরে এলাকায় ফ্ল্যাগ মার্চও করে পুলিশ। তারপরও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। রবিবার দুপুরে তাই শান্তি কমিটির বৈঠক (Peace Committee meeting) করা হল প্রশাসনের উদ্যোগে। সেখানে প্রশাসনিক আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও শহরের বিশিষ্ট মানুষরা।

এপ্রসঙ্গে পালামুর (Palamu) ডেপুটি কমিশনার এ ডোড্ডে বলেন, "জেলা প্রশাসনের (District administration) তরফে জারি করা ১৪৪ ধারার বিধিনিষেধ কিছুটা শিথিল (partial relaxation) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে দোকানপাট বিকেল ৫টা-৬টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি (situation) খতিয়ে দেখে বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করা হতে পারে। ইন্টারনেট সার্ভিসও (Internet services) এখন চালু করে দেওয়া হয়েছে।"