Nirbhaya Case: ফাঁসি নয় তাকে যাবজ্জীবন দেওয়া হোক, সোমবার নির্ভয়ার ধর্ষক খুনি পবন গুপ্তার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে নির্ভয়ার ধর্ষক খুনি পবন কুমার গুপ্তার (Pawan Kumar Gupta) যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তিহাড় জেলে সকাল ছটায় চার ধর্ষক খুনির ফাঁসির সময় নির্ধারিত হয়েছে। এদিকে গত সপ্তাহেই নিশ্চিত ফাঁসি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন কুমার গুপ্তা। তার দাবি, ফাঁসি নয়, এই সাজা যেন মকুব করে দেন মহামান্য আদালত। বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াহোক। এই অদ্ভূত আব্দার আজ শুনবে দেশের শীর্ষ আদালত। এরই মধ্যে আর এক ধর্ষক খুনি অক্ষয় কুমার গত শউক্রবার নতুন করে আবদেন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণভিক্ষার আবেদন করেছিল, তাত সব কারণ উল্লেখ করা হয়নি। তাই নতুন করে আবেদন করতে হল।

সুপ্রিম কোর্ট(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২ মার্চ: রাত পোহালেই ফাঁসির সাজা, তার আগে নির্ভয়ার ধর্ষক খুনি পবন কুমার গুপ্তার (Pawan Kumar Gupta) যাবজ্জীবনের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তিহাড় জেলে সকাল ছটায় চার ধর্ষক খুনির ফাঁসির সময় নির্ধারিত হয়েছে। এদিকে গত সপ্তাহেই নিশ্চিত ফাঁসি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন কুমার গুপ্তা। তার দাবি, ফাঁসি নয়, এই সাজা যেন মকুব করে দেন মহামান্য আদালত। বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াহোক। এই অদ্ভূত আব্দার আজ শুনবে দেশের শীর্ষ আদালত। এরই মধ্যে আর এক ধর্ষক খুনি অক্ষয় কুমার গত শউক্রবার নতুন করে আবদেন করেছে। তার দাবি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সে যে প্রাণভিক্ষার আবেদন করেছিল, তাত সব কারণ উল্লেখ করা হয়নি। তাই নতুন করে আবেদন করতে হল।

আজ সুপ্রিম কোর্ট যখন নতুন করে করা পবন কুমার গুপ্তর আবেদন শুনবে। ততক্ষণে অক্ষয় কুমারের আবেদনের দিন নির্ধরণ নিয়ে আইনজীবী মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। মুকেশ, বিনয় ও অক্ষয়ের প্রাণভিক্ষার আর্জি আগেই বাতিল করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ ও বিনয় সেই খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনওরকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হয়নি অক্ষয়। আরও পড়ুন-International Women's Day 2020: স্কুল ও কলেজে মেয়েদের ক্লাসের মনিটর করতে হবে, আন্তর্জাতিক নারী দিবস নিয়ে নির্দেশিকা কেন্দ্রের

এই চারজনই ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করে নারকীয় অত্যাচার চালায়। এর জেরে হাসাপাতলে চরম যন্ত্রণা নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেও হেরে যান নির্ভয়া। দেশজুড়ে তোলপাড় শুরু হয়। মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে হোমে পাঠানো হয়। একজন জেলেই আত্মঘাতী হয়। বাকি চারজনের ফাঁসি নিয়ে সেই থেকেই দড়ি টানাটানি চলছে।