Pawan Khera:পবন খেরাকে সুপ্রিম স্বস্তি, রক্ষাকবচ বাড়িয়ে ১০ এপ্রিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় কংগ্রেস নেতা পবন খেরাকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Congress leader Pawan Khera was stopped Photo Credit: Twitter@ANI

নতুন দিল্লি, ২০ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera)-কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পবন খেরাকে গ্রেফতার না করার ওপর অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আগামী ১০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। ফলে এখনই গ্রেফতার করা যাবে না পবন খেরাকে।

অসম, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে জমা পড়া পবন খেরার বিরুদ্ধে নানা এফআইআর একসঙ্গে করে লখনৌয়ের হাজরাতগঞ্জ পুলিশ স্টেশনে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, কংগ্রেসের এক সাংবাদিক সম্মেলনে গত ১৭ ফেব্রুয়ারি পবন খেরা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র গৌতম দাস মোদী বলে উল্লেখ করেছিলেন। সেই সঙ্গে বলা হল বিচারবিভাগীয় আদালতের কাছে রেগুলার জামিনের আবেদন করার স্বাধীনতা পাবেন খেরা। আরও পড়ুন-জাপানের প্রধানমন্ত্রী কিশিদাকে চন্দন কাঠের বুদ্ধমূর্তি উপহার নরেন্দ্র মোদীর

দেখুন টুইট

গত ২৩ ফেব্রুয়ারি দিল্লি বিমানবন্দর থেকে পবন খেরাকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর কথা বলার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আসাম পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে কোর্টে পেশ করার কথা ছিল। তার মধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পবন খেরা। সুপ্রিম কোর্ট থেকে অন্তবর্তী জামিনে মুক্ত হয়েছিলেন তিনি।