Sanjay Raut: জানলা নেই, বদ্ধ ঘরে রাখা হয়েছে, ইডির বিরুদ্ধে অভিযোগ সঞ্জয় রাউতের
সঞ্জয় রাউত যখন ইডির হেফাজতে, সেই সময় শিবসেনা সাংসদের স্ত্রী বর্ষা রাউতকেও সমন পাঠানো হয়। বর্ষা রাউতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে লেনদেন হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়।
মুম্বই, ৪ অগাস্ট: আর্থিক তছরুপের অভিযোগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। সঞ্জয় রাউতকে আদালতে তোলা হলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শিবসেনা সাংসদ। তিনি অভিযোগ করেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাঁকে যে ঘরে রেখেছেন, সেখানে কোনও জানলা নেই। ওই ঘরে আলো, হাওয়া প্রবেশের কোনও রাস্তা নেই বলে অভিযোগ করেন সঞ্জয় রাউত।
এদিকে সঞ্জয় রাউত যখন ইডির হেফাজতে, সেই সময় শিবসেনা সাংসদের স্ত্রী বর্ষা রাউতকেও সমন পাঠানো হয়। বর্ষা রাউতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে লেনদেন হয়েছে, সেই তথ্য প্রকাশ্যে আসার পরই তাঁকে সমন পাঠানো হয়।
আগামী ৮ অগাস্টের মধ্যে বর্ষা রাউতকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।