Patna : তল্লাশিতে গিয়ে পুলিশকে ব্যপক মারধর পাটনায়, অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের এফআইআর
ঘটনার জেরে ৩৩ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর
তল্লাশি চালাতে গিয়ে বেশ কিছু মানুষের দ্বারা প্রহৃত হলেন ২ জন সাবইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। পাশরা পুলিশ স্টেশনের অর্ন্তগত খায়েরতালি এলাকায় এই ঘটনাটি ঘটে। বর্তমানে দুই পুলিশ অফিসার হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার জেরে পাটনা পুলিশের পক্ষ থেকে ২ জন পরিচিত এবং ৩১ জন অপরিচিতের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।
একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তল্লাশিতে গিয়ে এই ঘটনা ঘটে। একটি মেয়েকে অপহরণের ঘটনার অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্তদের ধরতে গিয়ে তাদেরকে বাঁচাতে বেশ কিছু মানুষ এগিয়ে আসেন এবং পুলিশকে বেধড়ক মারধর করেন।
বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশ বাহিনী সমতে গিয়ে দুজনকে উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।