Patient Stuck In Lift: ৪২ ঘণ্টা ধরে হাসপাতালের লিফটে আটকে রোগী, গাফলতির অভিযোগে লিফট অপারেটর সহ তিন কর্মীকে সাসপেন্ড করল কেরল স্বাস্থ্য দফতর
এক্স-রে করিয়ে লিফটে চেপে একাই নীচে নামছিলেন রবীন্দ্রন। মাঝ পথে লিফটটি আটকে যায়। প্রথমে ভেবেছিলেন ফের আবার চলতে শুরু করবে লিফট। কিন্তু তা হয়নি। সেখানেই থেমে থাকে লিফট। বারবার অ্যালার্ম বেল চেপেও কোনও লাভ হয়নি।
নয়াদিল্লিঃ সরকারি হাসপাতালে (Government Hospital) চিকিৎসা করাতে এসে এক ভয়ানক ঘটনার শিকার হলেন ৫৯ বছরের রবীন্দ্রন নায়ার। হাসপাতালের লিফটে আটকে রইলেন ৪২ ঘণ্টা। এই ঘটনায় তিরুবনন্তপুরম সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ( Thiruvananthapuram Government Medical College Hospital) তিন কর্মীকে বরখাস্ত করল কেরলের স্বাস্থ্য দফতর। গাফিলতির অভিযোগে লিফট ম্যান সহ তিন কর্মীকে বরখাস্ত করা হয় বলে খবর। প্রসঙ্গত, এই ঘটনাটি ঘটে শনিবার। স্ত্রী শ্রীলেখার সঙ্গে এ দিন তিরুবনন্তপুরম সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক্স-রে পরীক্ষা করাতে গিয়েছিলেন ৫৯ বছরের রবীন্দ্রন। স্ত্রী শ্রীলেখা এই হাসপাতালেই কাজ করেন। এক্স-রে করিয়ে লিফটে চেপে একাই নীচে নামছিলেন রবীন্দ্রন। মাঝ পথে লিফটটি আটকে যায়। প্রথমে ভেবেছিলেন ফের আবার চলতে শুরু করবে লিফট। কিন্তু তা হয়নি। সেখানেই থেমে থাকে লিফট। বারবার অ্যালার্ম বেল চেপেও কোনও লাভ হয়নি। যোগাযোগ করতে পারেননি হেল্পলাইনেও। এভাবেই ৪২ ঘণ্টা ওই লিফটে বন্দি ছিলেন তিনি। ফোন বন্ধ হয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেননি। লিফটের এক কোণায় বসে শুধু চোখের জল ফেলে গিয়েছেন তিনি। খিদে-তেষ্টায় অস্থির হয়ে অসহায়ের মতো শুধু লার্ম বেলটা বাজিয়ে যাচ্ছিলেন। ২ দিন বাড়ি না ফেরায় থানায় মিসিং ডায়ারি করেন তাঁর স্ত্রী শ্রীলেখা। এরপরই হাসপাতালে গিয়ে লিফট থেকে রবীন্দ্রনকে উদ্ধার করা হয়। কেন টানা ২ দিন বন্ধ হয়ে পড়ে রইল লিফট? এর কোনো সদুত্তর দিতে না পারায় গাফিলতির অভিযোগে লিফট অপারেটর সহ তিন কর্মীকে সাসপেন্ড করল কেরলের স্বাস্থ্য দফতর।