News Click: নিউজক্লিক-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এইচআর হেড অমিত চক্রবর্তীর ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজত
UAPA আইনে ধৃত নিউজক্লিক পোর্টালের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এইচআর হেড অমিত চক্রবর্তীকে ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
নয়াদিল্লি: UAPA আইনে ধৃত নিউজক্লিক পোর্টালের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ (News Click founder Prabir Purkayastha) ও এইচআর হেড অমিত চক্রবর্তীকে (HR head Amit Chakraborty) ১০ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দিল দিল্লির (Delhi) পাতিয়ালা হাউস কোর্ট (Patiala House Court)। আরও পড়ুন: Suicide Caught on Camera in Uttar Pradesh: সেতু থেকে ঝাঁপ তরুণীর, ক্যামেরাবন্দি আত্মহত্যার মুহূর্ত
ইউএপিএ (UAPA) আইনে দায়ের হওয়া মামলার ভিত্তিতে গত সপ্তাহে প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell of Delhi Police)। তারপর থেকে পুলিশ হেফাজতে ছিলেন তাঁরা। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় দু-জনকে পাতিয়ালা হাউস কোর্টে হাজির করে দিল্লি পুলিশ (Delhi Police)। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। আরও পড়ুন: INDIA-কে আত্মঘাতী গোল আপ নেতার, বিজেপির সুরে বাঘেলকে আক্রমণ করে জোটে ঘোঁট কেজরির দলের