World's Most Powerful Passports 2023: জাপান সবচেয়ে শক্তিশালী, ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ভ্রমণ বিশ্বের ৫৯ দেশে

যাঁদের কাছে জাপানের পাসপোর্ট রয়েছে, তাঁরা বিশ্বের ১৯৩টি দেশে যেতে পারবেন বিনা ভিসায়। জাপানের পর রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেন, ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, ইউনাইটেড কিংডম,বেলজিয়াম, চেচ রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮৬টি দেশ, অস্ট্রেলিয়া, গ্রিস, কানাডা, মালটা, হাঙ্গেরি, পোলান্ড, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, ভারত, মারিটানিয়া এবং উজবেকিস্তান।

Passport (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১১ জানুয়ারি:  প্রকাশিত এ বছরের পাসপোর্ট (Passport) ইনডেক্স। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও প্রথম স্থানে জাপান। যাঁদের কাছে জাপানের (Japan)  পাসপোর্ট রয়েছে, তাঁরা বিশ্বের ১৯৩টি দেশে যেতে পারবেন বিনা ভিসায়। জাপানের পর রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেন, ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল, ইউনাইটেড কিংডম,বেলজিয়াম, চেচ রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮৬টি দেশ, অস্ট্রেলিয়া, গ্রিস, কানাডা, মালটা, হাঙ্গেরি, পোলান্ড, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, ভারত (India), মারিটানিয়া এবং উজবেকিস্তান।

আরও পড়ুন:  Passport Index 2022: প্রকাশিত হল পাসপোর্ট ইনডেক্স ২০২২, শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের স্থান ৮৭

রিপোর্ট প্রকাশ, ভারতীয়রা নিজেদের পাসপোর্টের মাধ্যমে বিশ্বের ৬০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন। চলতি বছর সেই তালিকায় কিছুটা বদল এসেছে। ভারতীয় পাসপোর্ট যাঁদের রয়েছে, তাঁরা একজন ভিসা ছাড়া ৫৯টি দেশে যেতে পারবেন।



@endif