Varanasi: মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা যাত্রীর!

মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা। গতকাল দিল্লি থেকে বারাণসীগামী (Delhi-Varanasi) স্পাইস জেটের (SpiceJet) বিমানে এই ঘটনা ঘটে। তবে বিমানকর্মী ও অন্য যাত্রীদের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ওই যাত্রীকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ মার্চ দিল্লি থেকে বারাণসীগামী এসজি-২০০৩ বিমানে থাকা এক যাত্রী আক্রমণাত্মকভাবে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেছিলেন। তবে বিমানটি নিরাপদে অবতরণ না হওয়া অবধি বিমানকর্মীরা তাঁকে প্রতিহত করে রাখেন।

Representational Image (Photo Credits: PTI)

বারাণসী, ২৮ মার্চ: মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা। গতকাল দিল্লি থেকে বারাণসীগামী (Delhi-Varanasi) স্পাইস জেটের (SpiceJet) বিমানে এই ঘটনা ঘটে। তবে বিমানকর্মী ও অন্য যাত্রীদের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ওই যাত্রীকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ মার্চ দিল্লি থেকে বারাণসীগামী এসজি-২০০৩ বিমানে থাকা এক যাত্রী আক্রমণাত্মকভাবে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেছিলেন। তবে বিমানটি নিরাপদে অবতরণ না হওয়া অবধি বিমানকর্মীরা তাঁকে প্রতিহত করে রাখেন।

বিবৃতিতে বলা হয়েছে, অন্য যাত্রীদের সহায়তায় বিমান কর্মীরা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনা হয়। বিমানকর্মীরা পাইলটকে ঘটনাটি জানালে তিনি অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি দেওয়ার জন্য এটিসি-কে অনুরোধ করেন। বারাণসী বিমানবন্দরে অবতরণের পর ওই ব্যক্তিকে সিআইএসএফ-র হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। আরও পড়ুন: Mann Ki Baat Full Text: আজকের 'মন কি বাতে' নরেন্দ্র মোদির সম্পূর্ণ বক্তব্য

ফুলপুর থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, যে ব্যক্তি ঝামেলা করেছিল তাঁকে মানসিকভাবে অসুস্থ বলেই মনে হচ্ছে।



@endif