Parliament Special Session: G20 সম্মেলন গোটা ভারতের সাফল্য, কোনও রাজনৈতিক দলের নয়, বললেন মোদী

PM Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

গণেশ চতুর্থীতে সংসদে বসে বিশেষ অধিবেশন। ৫ দিনের এই বিশেষ অধিবেশন সোমবার শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দিয়ে। ৫ দিনের এই বিশেষ অধিবেশনে সংসদে জি ২০-এর সাফল্য নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, জি ২০-এর সাফল্য গোটা ভারতের। তা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। দেশের ১৪০ কোটি মানুষের সাফল্য এই জি ২০। জি ২০ সম্মেলন এমন একটি বিষয়, যা নিয়ে গর্বিত দেশের প্রত্যেক মানুষ। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের জি ২০ সম্মেলনে ভারত নিজের শক্তি প্রদর্শন করেছে। গোটা বিশ্বের সামনে ভারতের মাথা উজ্জ্বল করেছে এই জি ২০ সম্মেলন।