Parliament Session: সংসদ সদস্য হিসেবে শপথের সময় লোকসভা জুড়ে শোনা গেল 'মোদী মোদী রব', দেখুন ভিডিয়ো

Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

তৃতীয়বার প্রধানমন্ত্রী (PM Narendra Modi) পদে বসার পর সোমবার লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার সাংসদ হিসেবে ২৪ জুন শপথ নেওয়ার পর 'মোদী মোদী' রব ওঠে সাংসদে। প্রধানমন্ত্রীর শপথগ্রহণের সময় গোটা সংসদ জুড়ে শুধু শোনা যেতে শুরু করে মোদী মোদী স্লোগান। এদিকে লোকসভার অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের মানুষ কাজ আশা পরেন। কাজ না করলে, তাঁরা বিরক্ত হন। সংসদ সদস্যদের কাছে দেশের মানুষ কাজ আশা করেন। তাঁদের কাজ ব্যাতীত নির্বাচিত সদস্যদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না। তাঁরা কাজের পরিবর্তে স্লোগানবাজি আশা করেন না।

আরও পড়ুন: Narendra Modi: 'দেশের মানুষ কাজ চান, ঝামেলা নয়', লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দেখুন ভিডিয়ো...

 



@endif