Narendra Modi: 'দেশের মানুষ কাজ চান, ঝামেলা নয়', লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

মোদী বলেন, দেশের মানুষ কাজ আশা পরেন। কাজ না করলে, তাঁরা বিরক্ত হন। সংসদ সদস্যদের কাছে দেশের মানুষ কাজ আশা করেন। তাঁদের কাজ ব্যাতীত নির্বাচিত সদস্যদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না। তাঁরা কাজের পরিবর্তে স্লোগানবাজি আশা করেন না।

PM Narendra Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ২৪ জুন: তৃতীয় মোদী সরকার (Narendra Modi Govt)  ক্ষমতায় আসার পর সোমবার লোকসভা প্রথম অধিবেশন। লোকসভার অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের মানুষ কাজ আশা পরেন। কাজ না করলে, তাঁরা বিরক্ত হন। সংসদ সদস্যদের কাছে দেশের মানুষ কাজ আশা করেন। তাঁদের কাজ ব্যাতীত নির্বাচিত সদস্যদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না। তাঁরা কাজের পরিবর্তে স্লোগানবাজি আশা করেন না।

আরও পড়ুন: Parliament Session: লোকসভায় প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে বিরোধীদের প্রতিবাদ, হাজির রাহুল-মহুয়ারা

পাশাপাশি  ভারতের মানুষ বিরোধীদের জায়গায় দায়িত্বশীল মানুষকে আশা করেন। জনগণ স্লোগান নয়, বিতর্ক চান। সংসদে অশান্তি নয়, পরিশ্রম চান, বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। ফলে বিরোধীরা নিজেদের দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত লোকসভায় প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ চত্ত্বরে প্রতিবাদে সামিল হন বিরোধীরা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে মহুয়া মৈত্র-সহ ইন্ডিয়া জোটের সদস্যরা হাজির হন প্রতিবাদে সামিল হন।