Parliament Security Breach : সংসদের নিরাপত্তা প্রশ্নে কেন বিবৃতি দিচ্ছেন না অমিত শাহ, প্রশ্ন কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খাড়গের

সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে বিবৃতি চাওয়াতেই বরখাস্ত করা হল বলে জানিয়েছেন প্রিয়ঙ্ক খাড়গে

Priyank Kharge (Photo Credit: ANI/Twitter)

সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খাড়গে। অমিত শাহের বিবৃতি দাবি করা হয়েছিল এই নিয়ে যে কারণে ১৪৩ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে।

এই বিষয়ে তিনি জানান, "স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নের উত্তর চাওয়ার জন্য এতগুলি সাংসদকে বরখাস্ত করা হল।কেন স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না।কেন প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না? যখন ৬ জনকে সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে গ্রেফতার করা হল যাদের মধ্যে ২ জনকে পাস দেওয়া হয়েছিল বিজেপি সাংসদের দ্বারা।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ওপর ইউএপিএ ধারা লাগানো হয়েছে।৬ জনের মধ্যে ৪ জন মানুষ সেখানে ঢুকেছিল।যাদের মধ্যে ২ জনকে মধ্যপ্রদেশের মাইসোরের সাসংদ প্রতাপ শর্মা পাশ দিয়েছিলেন।অপর ২ জনকে কে পাশ দিয়েছিলেন?এই সমস্ত প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হবে না? এছাড়া এই ধরনের ঘটনা প্রধানমন্ত্রী যখন নিজে দাবি করছেন তখন স্বরাষ্ট্র মন্ত্রী কেন বিবৃতি দিচ্ছেন না?যার এই ঘটনার জন্য দায়ী তারা মুখ খুলছেন না। যারা এই বিষয়ে প্রশ্ন তুলছেন তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এটাই কি গনতন্ত্র ? এটাই কি সাংবিধানিক?"

মোট ১৪৩ জন সাংসদের মধ্যে ৯৭ জন লোকসভা থেকে এবং ৪৬ জন রয়েছেন রাজ্যসভা থেকে। সাসংদের গন বরখাস্তের ঘটনায় প্রতিবাদ জানাতে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হয়েছিলেন বরখাস্ত হওয়া সাংসদেরা।