Parliament Security Breach: জাল আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা, তিন অভিযুক্তকে গ্রেফতার করল সিআইএসএফ
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) সদস্যরা সংসদ ভবনের গেটে পরিচয়পত্র পরীক্ষা করার সময় তিন সন্দেহভাজনকে আটক করে। তাদের নাম কাসিম, মনিস ও শোয়েব। আটক তিনজনের বিরুদ্ধে জালিয়াতি ও জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আগামী ৯ জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী, তাঁর আগে আজ (৭ জুন) সংসদের সেন্ট্রাল হলে রয়েছে এন ডি এ সংসদীয় বৈঠক। তারই মাঝে সংসদ ভবনের বাইরে তিন সন্দেহভাজনকে আটক করল সিআইএসএফ। জাল আধার কার্ড দেখিয়ে সংসদে ঢোকার চেষ্টা করায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তথ্য অনুযায়ী, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) সদস্যরা সংসদ ভবনের গেটে পরিচয়পত্র পরীক্ষা করার সময় তিন সন্দেহভাজনকে আটক করে। তাদের নাম কাসিম, মনিস ও শোয়েব। আটক তিনজনের বিরুদ্ধে জালিয়াতি ও জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে সংসদ ভবন কমপ্লেক্সের ভিতরে এমপি লাউঞ্জ নির্মাণের জন্য 'ডিভি প্রজেক্টস লিমিটেড' কোম্পানি (DV Projects Limited ) এই তিন শ্রমিককে নিয়োগ করেছিল। তবে সংসদের নিরাপত্তায় ত্রুটির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বহুবার সংসদের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করা হয়েছে। গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিল কয়েকজন। ফ্লেয়ার গান নিয়ে তাঁরা সংসদের ওয়ালে ঝাঁপিয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়েছিল।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন কয়েক আগে এবং এনডিএ-র বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই সন্দেহভাজনদের পাকড়াও-কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে।