IPL Auction 2025 Live

Smriti Irani Attacks Rahul Gandhi: 'আপনি ভারত মায়ের মৃত্যুর কথা বলছেন?', রাহুলকে পালটা আক্রমণ স্মৃতির

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, ওঁদের রাজনীতি মণিপুরে ভারতকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মণিপুরে যাননি এখনও পর্যন্ত। প্রধানমন্ত্রীর কাছে মণিপুর ভারতের অংশ নয় বলেও আক্রমণ করেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ।

Smriti Irani (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৯ অগাস্ট: বুধবার সংসদে হাজির হন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের রায়ে সাসংদ পদ ফেরার পর আজই প্রথম সংসদে হাজির হন কংগ্রেস নেতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে অংশ নিয়ে মণিপুর নিয়ে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, ওঁদের রাজনীতি মণিপুরে ভারতকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মণিপুরে যাননি এখনও পর্যন্ত। প্রধানমন্ত্রীর কাছে মণিপুর ভারতের অংশ নয় বলেও আক্রমণ করেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ। রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাব বিতর্কে কেন্দ্রকে একের পর এক আক্রমণ করে লোকসভা ত্যাগ করলে, তাঁকে পালটা আক্রমণ করেন স্মৃতি ইরানি।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন,  সংসদীয় রাজনীতির ইতিহাসে ভারত মায়ের হত্যার কথা বললে, কেউ কখনও টেবিল চাপড়াতেন না বসে। রাহুল গান্ধী ভারত মায়ের হত্যার কথা বলায়, কংগ্রেসিরা বসে বসে টেবিল চাপড়েছেন বলে পালটা আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।