Parliament Monsoon Session: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে তৈরি রাহুল, মোদীর জবাব বিকেল ৪টেয়
সূত্রের খবর, ৯ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে তাঁর জবাব সংসদে দেবেন। আগামী ১১ অগাস্ট চলতি মরশুমের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা সংসদে।
দিল্লি, ৮ অগাস্ট: সুপ্রিম রায়ে সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংসদ পদ ফিরতেই সোমবার প্রথম সংসদে হাজির হন কংগ্রেস নেতা। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে অংশ নেবেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু হবে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। সেখানে রাহুল গান্ধীই আজ বিরোধী মঞ্চের হয়ে মুখ্য ভূমিকা নিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হলে, বিকেল ৪টেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর জাবাব বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ৯ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে তাঁর জবাব সংসদে দেবেন। আগামী ১১ অগাস্ট চলতি মরশুমের বাদল অধিবেশন শেষ হওয়ার কথা সংসদে। বাদল অধিবেশন শেষ হওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা, তা নিয়ে এবার সংদে ঝড় উঠতে চলেছে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
এদিকে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনার আগে বিজেপি সংসদীয় বৈঠকের ডাক দেয়। অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ হিসেবে কী রণকৌশল হতে চলেছে, তা প্রস্তুত করতেই মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠক।
গত ২০ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়। ২০ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হলেও, বিরোধীদের দাপটে তা কার্যত বাধাপ্রাপ্ত হতে শুরু করে। তবে বিরোধীদের ক্রমাগত বাধা সত্ত্বেও বেশ কয়েকটি বিল সংসদে পাশ হয়ে যায়। এবার আগামী ৩ দিনে সংসদে কী হয়, সে দিকেই তাকিয়ে প্রায় গোটা দেশ।