Parliament Monsoon Session: মণিপুর ইস্যুতে সাসপেন্ড আপ নেতা সঞ্জয় সিং, সংসদের বাইরে ধর্না বিরোধীদের

সংসদের নিয়ম না মানার অভিযোগে সোমবার আপ নেতা সঞ্জয় সিংকে সাসপেন্ড করেন রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকড়

Photo Credit Twiter

সংসদের অধিবেশন আবারও উত্তপ্ত হয়ে উঠল মণিপুরের হিংসাকে কেন্দ্র করে। অধিবেশনে আপ সাংসদ সঞ্জয় সিংকে বরখাস্ত করা নিয়ে তৈরি হয় জটলা। বরখাস্তের পরদিনই সাংসদ ভবন চত্বরে বিরোধীদেরকে দেখা গেল প্রতিবাদ করতে।

মণিপুর নিয়ে আলোচনা চেয়ে সোমবার থেকে ধর্ণায় বসে যান বিরোধী দলের নেতা নেত্রীরা। সোমবার চেয়ার নির্দেশ বারবার অমান্য করার অপরাধে আপ সাংসদ সঞ্জয় সিংকে বরখাস্ত করেন জগদীপ ধনকড়।

বিরোধীদের মণিপুর নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেই চেয়ার ছেড়ে পোডিয়ামের দিকে চলে যান সঞ্জয় সিং। তাঁকে পুনরায় চেয়ারে গিয়ে বসতে বলেন চেয়ারম্যান। প্রশ্নত্তোরের সময় বারবার বিরক্ত করছেন বলে তাঁকে জানানো হয়। এর ঠিক পরেই হাউজ লিডার পীযুষ গোয়েলের তরফ থেকে চেয়ারম্যানের কাছে আপ নেতাকে সাসপেন্ড করার আবেদন জানান সংসদের নীতি নিয়ম ভাঙার জন্য।

কংগ্রেস নেতা মণিশ তিওয়ারির পক্ষ থেকেও মুলতুবি প্রস্তাব আনা হয় মণিপুরের আলোচনাকে কেন্দ্র করে।