Palestine Bag Row: 'উত্তরপ্রদেশ থেকে ৫৬০০ যুবক ইজরায়েলে গিয়েছেন', প্রিয়াঙ্কার প্যালেস্তাইন ব্যাগ ইস্যুতে মন্তব্য যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'একজন কংগ্রেস সাংসদ কাধে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আমরা উত্তরপ্রদেশ থেকে যুবকদের ইজরায়েলে পাঠাচ্ছি। ৫৬০০ জনের বেশি যুবক ইজরায়েলে রয়েছেন নির্মাণ শিল্পী হিসেবে।

Priyanka Gandhi, Yogi Adityanath (Photo Credit: X)

দিল্লি, ১৭ ডিসেম্বর: প্যালেস্তাইন (Palestine) লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ায় প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে তোপ দাগলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সোমবার প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সংসদে প্রবেশ করলে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে য়ায়। যার জেরে মঙ্গলবার বাংলাদেশ লেখা ব্যাগ কাধে ঝোলাতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। কংগ্রেস সাংসদের কাধে প্যালেস্তাইন লেখা ব্যাগ দেখে এবার পালটা মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ।

শুনুন কী বললেন যোগী আদিত্যনাথ...

 

আরও পড়ুন: Priyanka Gandhi: প্যালেস্তাইন ব্যাগ নিয়ে কড়া সমালোচনা, এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ প্রিয়াঙ্কা গান্ধীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'একজন কংগ্রেস সাংসদ কাধে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আমরা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে যুবকদের ইজরায়েলে (Israel) পাঠাচ্ছি। ৫৬০০ জনের বেশি যুবক ইজরায়েলে রয়েছেন নির্মাণ শিল্পী হিসেবে। যাঁদের খাওয়া এবং থাকা সব বিনামূল্যে। সেই সঙ্গে তাঁদের প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকা করে বেতন দেওয়া হচ্ছে' বলেও মন্তব্য করেন আদিত্যনাথ। যে যুবকরা ইজরায়েলে গিয়েছেন বা যাচ্ছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।