Pakistani National Seema Haider: সচিনের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ, সীমা হায়দরের পরিচয় পত্র পাঠানো হল পাকিস্তান দূতবাসে

সীমা হায়দরকে ফের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে উত্তরপ্রদেশ এটিএস। সীমার দাদা এবং মামা পাক সেনা বাহিনীতে রয়েছে। ফলে সীমা কোনও পাক গুপ্তচর কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোর তদন্ত।

Sachin and Seema. (Photo Cedits:Twitter)

দিল্লি, ২৪ জুলাই: দিল্লিতে পাকিস্তানের যে দূতাবাস রয়েছে, সেখানে পাঠানো হল সীমা হায়দরর পরিচয় পত্র। ভালবাসার টানে  অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমা হায়দরের পরিচয় নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। সীমা হয়দর আদতে কে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এসবের মধ্যেই সীমা হায়দরকে ফের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে উত্তরপ্রদেশ এটিএস। সীমার দাদা এবং মামা পাক সেনা বাহিনীতে রয়েছে। ফলে সীমা কোনও পাক গুপ্তচর কি না, সে বিষয়ে শুরু হয়েছে জোর তদন্ত। ফলে গত ৪ জুলাই থেকে সীমার গতিবিধির উপর নজর রাখছে উত্তরপ্রদেশের এটিএস। এবার সেই কারণেই পাকিস্তানের দূতাবাসে পাঠানো হয় সীমার সমস্ত নথি।

আরও পড়ুন: Indian Woman Goes Pakistan: সীমা হায়দরের পর এবার ভারতীয় মহিলা পাড়ি দিলেন পাকিস্তানে, 'ভালবাসার টানে' লাহোরে ভিওয়ান্ডির গৃহবধূ

সম্প্রতি নেপাল পেরিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে সীমা হায়দর নামে এক পাক গৃহবধূ। পাবজির মাধ্যমে সীমার সঙ্গে পরিচয় হয় ভারতের সচিন মীনা নামের এক যুবকের। সচিনের সঙ্গে ঘর বাঁধতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন সীমা। এরপর নয়ডার একটি ভাড়ার ফ্ল্যাটে নিজের ৩ সন্তানকে নিয়ে সীমা সচিনের সঙ্গে থাকতে শুরু করেন বলে খবর।