পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য BSF-এর, গুলি করে নামল অস্ত্রবোঝাই পাকিস্তানি ড্রোন
পাঞ্জাব সীমান্ত বড় সাফল্য পেলেন বিএসএফের জওয়ানরা। গুলি করে নামল সীমান্তের ওপার পাকিস্তান থেকে আসা একটি অস্ত্রবোঝাই ড্রোনকে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
গুরুদাসপুর: পাঞ্জাব সীমান্ত বড় সাফল্য পেলেন বিএসএফের (BSF) জওয়ানরা। গুলি করে নামল সীমান্তের ওপার পাকিস্তান (Pakistani) থেকে আসা একটি অস্ত্রবোঝাই ড্রোনকে (drone)। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সীমান্তের এলাকার বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে গেছেন বিএসএফের ডিআইজি-সহ একাধিক উচ্চপদ্স্থ আধিকারিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের গুরুদাসপুরের (Gurdaspur) আন্তর্জাতিক সীমান্তের (Pakistan International Border) ওপার থেকে একটি ড্রোনকে আসতে দেখে গুলি চালাতে শুরু করেন বিএসএফের জওয়ানরা। আর তাতেই আসে সাফল্য। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় অস্ত্রবোঝাই ড্রোনটি।