Nupur Sharma: নূপুর শর্মার মন্তব্যের জের, ভারতের বিরুদ্ধে সাইবার হানার ডাক মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার হ্যাকারদের
মালয়েশিয়ার ড্রাগন ফোর্স এবং ইন্দোনেশিয়ার হ্যাক্টিভিস্টের তরফে গোটা বিশ্বের মুসিলমদের একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে সাইবার হানার হুঁশিয়ারি দিয়েছে বলে খবর।
দিল্লি, ৮ জুলাই: নূপুর শর্মার বক্তব্যের বিরুদ্ধে এবার ভারতের বিরুদ্ধে সাইবার হানার ডাক দিল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার একদল হ্যাকার। বিশ্ব জুড়ে মুসলিমরা একজোট হয়ে যাতে ভারতের বিরুদ্ধে সাইবার হানাদারি (Cyber Attack) চালায়, সে বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। আহমেদাবাদ পুলিশের অপরাধ দমন শাখার তরফে ইন্ডিয়া টিভিকে এমনই তথ্য দেওয়া হয়েছে বলে খবর।
মালয়েশিয়ার ড্রাগন ফোর্স এবং ইন্দোনেশিয়ার হ্যাক্টিভিস্টের তরফে গোটা বিশ্বের মুসিলমদের (Muslim) একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে সাইবার হানার হুঁশিয়ারি দিয়েছে বলে খবর। ভারতে (India) যা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলিমদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয়েছে ড্রাগন ফোর্সের তরফে। (সংগৃহীত)
আরও পড়ুন: Cloudburst Near Amarnath Cave: অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি, ৫ জনের মৃত্যু
ইতিমধ্যেই আহমেদাবাদ পুলিশের তরফে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। হ্যাকারদের নিশানায় ভারতের ২ হাজার ওয়েবসাইট রয়েছে বলে খবর। শুধু তাই নয়, ইতিমধ্যে একটি সংবাদ চ্যানেলকে ব্ল্যাক আউট হওয়ার পর সেখানে পাকিস্তানি পতাকা দেখা যায়। পয়গম্বর মহম্মদকে সম্মান জানান, এসব লিখেই ওই সংবাদ চ্যানেল হ্যাক করা হয় বলে খবর। শুধু তাই নয়, নূপুর শর্মার (Nupur Sharma) বাড়ির ঠিকানা, তাঁর আধার কার্ড, প্যান কার্ড জোগাড় করে তা প্রকাশ করে দেওয়া হবে বলেও দেওয়া হয়েছে হুমকি।