Bihar: বিহারে পুড়ল দলিতদের ২০টি বাড়ি, অভিযোগ পেতেই শুরু তদন্ত, তীব্র নিন্দা
বুধবার রাতের ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপি এবং তার এনডিএ জোটসঙ্গীরা এইসব ঘটনায় এক অন্যরকম ভাবমূর্তি নিয়ে থাকে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।
পাটনা, ১৯ সেপ্টেম্বর: জমি নিয়ে বিবাদের জেরে ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় পরপর ২০টি বাড়ি। বিহারের (Bihar) নওদায় এমনই একটি ঘটনার জেরে জল্পনা শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, জমি নিয়ে বিবাদের জেরে নওদায় দলিত (Dalit) সম্প্রদায়ের মানুষের ২০টি বাড়ি ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয়। যে অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । রিপোর্টে প্রকাশ, বুধবার রাতে নওদায় দলিত সম্প্রদায়ের ২০টি বাড়ি যেমন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, তেমনি গুলি চালানোর খবরও প্রকাশ্যে আসে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই বিষয়টি নিয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, তদন্ত শুরুর পরপরই বুধবার রাতের ঘটনায় ১৫ জনকে আটক করে পুলিশ।
বুধবার রাতের ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বিজেপি এবং তার এনডিএ জোটসঙ্গীরা এইসব ঘটনায় এক অন্যরকম ভাবমূর্তি নিয়ে থাকে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। এমনকী ডাবল ইঞ্জিন সরকারের সময়ে বিহারে জঙ্গল রাজ ফিরে এসেছে বলেও অবিযোগ করেন খাড়গে।
বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীও (Mayawati) ওই ঘটনার নিন্দা করেন। বিহারের ওদার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিউরে ওঠার মত বলেও মন্তব্য করেন বসপা নেত্রী।