MEA To Imran Khan: 'ভারতের উৎসাহ প্যাকেজই পাকিস্তানের বার্ষিক জিডিপির মতো বৃহৎ', ইমরান খানকে জবাব বিদেশ মন্ত্রকের

নগদ স্থানান্তর প্রক্রিয়ায় ভারতে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তিনি জানিয়েছেন ভারতকে এই বিষয়ে সাাহায্য করতে তিনি প্রস্তুত। যদিও তাঁর এই সাহায্যের প্রস্তাব যে নিছকই নজর ঘোরানোরক কৌশল তা সবাই বুঝতে পারছে। কারণ করোনা পরিস্থিতি নিজেদ দেশেই তিনি ঠিক করে সামলাতে পারছেন না। যার জন্য বিরোধীদের সমালোচনার মুখে তিনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব (Photo: Twitter)

নতুন দিল্লি, ১১ জুন: নগদ স্থানান্তর প্রক্রিয়ায় ভারতে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তিনি জানিয়েছেন ভারতকে এই বিষয়ে সাাহায্য করতে তিনি প্রস্তুত। যদিও তাঁর এই সাহায্যের প্রস্তাব যে নিছকই নজর ঘোরানোরক কৌশল তা সবাই বুঝতে পারছে। কারণ করোনা পরিস্থিতি নিজেদ দেশেই তিনি ঠিক করে সামলাতে পারছেন না। যার জন্য বিরোধীদের সমালোচনার মুখে তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সাহায্যের প্রস্তাবের জবাব দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব (Anurag Srivastava) আজ এই বিষয়ে বলেন, "পাকিস্তান তার দেশের লোককে দেওয়ার চেয়ে দেশের বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ স্থানান্তর করার জন্য বেশি পরিচিত। স্পষ্টতই, ইমরান খানের নতুন এক সেট পরামর্শদাতা এবং আরও ভালো তথ্যের প্রয়োজন। আমরা সকলেই তাদের ঋণের সমস্যা (জিডিপির প্রায় ৯০%) এবং তাদের চাপে থাকার বিষয়ে জানি। তাদের এটিও মনে রাখা আরও ভালো হবে যে ভারতের একটি উৎসাহ প্যাকেজ (Stimulus Package) আছে, যা পাকিস্তানের বার্ষিক জিডিপির (GDP) মতো বৃহৎ।" আরও পড়ুন: Imran Khan: নিজের দেশেই করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ, তবুও ভারতকে সাহায্যের প্রস্তাব ইমরান খানের

সম্প্রতি লকডাউনের কারণে দেশের গরিব পরিবারগুলিকে আর্থিক সাহায্য ঘোষণা করেছে পাকিস্তান সরকার। টুইটারে ইমরান খানের দাবি, ৯ দিনে দেশের ১০ মিলিয়ন পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। একটি পাকিস্তানি দৈনিকের গতকালের খবরে বলা হয়েছে, লকডাউনের কারণে ভারতের ৮৪ শতাংশ পরিবারের মাসিক আয় কমে গেছে। যার কারণে তারা সমস্যায়। এই খবরটি আরেকটি টুইটে শেয়ার করে এবার ইমরান খান লেখেন, "এই প্রতিবেদন অনুসারে, ভারতে ৩৪% পরিবার কোনও সহায়তা ছাড়া এক সপ্তাহের বেশি সময় বাঁচতে পারবেন না। আমি সাহায্য করতে প্রস্তুত। এবং আমাদের সফল নগদ স্থানান্তর প্রক্রিয়া শেয়ার করার জন্য প্রস্তুত। এই প্রক্রিয়া স্বচ্ছতার জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত।"