Opposition Meet: বিজেপিকে টক্কর দিতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক বেঙ্গালুরুতে, সোনিয়া-সহ হাজির হবে ২৪টি দল

পাটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির যে বৈঠক হয়, সেখানে ১৭টি দল হাজির হয়। এবার তার সংখ্যা বেড়ে ২৪-এ পৌঁছেছে। এবার MDMK, KDMK, VCK, RSP, IUML, কেরল কংগ্রেস (জোসেপ) এবং কেরল কংগ্রেসের প্রতিনিধিরাও হাজির হবেন বলে খবর।

Sonia Gandhi (Photo Credit: Facebook)

দিল্লি, ১২ জুলাই:  ২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবার ফের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক বসতে চলেছে। বেঙ্গালুরুতে ১৮ এবং ১৮ জুলাই বিজেপি বিরোধী দলগুলি বৈঠকে বসতে চলেছে বলে খবর। বিরোধীদের দ্বিতীয় বৈঠকে ২৪টি রাজনৈতিক দল হাজির হবে বলে খবর। এবার বিজেপি বিরোধী দলগুলির যে বৈঠক, সেখানে অল ইন্ডিয়া মুসলিম লিগও হাজির হবে বলে জানা যাচ্ছে। তবে পাটনায় বিরোধীদের বৈঠকে হাজির হলেও, আম আদমি পার্টিকে সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি। তাই আম আদমি পার্টি এবার বিরোধীদের বেঙ্গালুরুর বৈঠকে হজারি হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবার বেঙ্গালুরুতে বিরোধীদের যে বৈঠক বসবে, সেখানে কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী থাকবেন। এমনই জানান কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

প্রসঙ্গত পাটনায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির যে বৈঠক হয়, সেখানে ১৭টি দল হাজির হয়। এবার তার সংখ্যা বেড়ে ২৪-এ পৌঁছেছে। এবার MDMK, KDMK, VCK, RSP, IUML, কেরল কংগ্রেস (জোসেপ) এবং কেরল কংগ্রেসের প্রতিনিধিরাও হাজির হবেন বলে খবর।

প্রসঙ্গত ২০১৪ সালের নির্বাচনে MDMK, KDMK বিজেপির সঙ্গে জোটে ছিল। এবার এই দুটি রাজনৈতিক দলকে বিজেপি বিরোধী শিবিরে দেখা যাচ্ছে বলে খবর।

গত ২৩ জুন পাটনায় যে বৈঠক বসে সেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির হন।