Helicopter Makes Emergency Landing: ৮ জনকে নিয়ে আরব সাগরে তড়িঘড়ি নামল হেলিকপ্টার, উদ্ধার ৬
রিপোর্টে প্রকাশ, আরব সাগরে যে চপারটি জরুরি অবতরণ করে, সেখান থেকে ৬ জনকে উদ্ধার করলেও, বাকি ২ জন নিখোঁজ। তাঁদের খোঁজে ২ টি নৌকায় চেপে উপকূলরক্ষী বাহিনী জোর তল্লাশি শুরু করেছে।
মুম্বই, ২৮ জুন: ৭যাত্রী-সহ ২ চালককে নিয়ে যাওয়ার সময় জরুরি অবতরণ করতে হল ওএনজিসির (ONGC) একটি চপারকে (Chopper)। মঙ্গলবার আরব সাগরে ওই হেলিকপ্টারটি তড়িঘড়ি অবতরণ করে। আরব সাগরে ওএনজিসির চপারটি জরুরি অবতরণ করতেই, সেখানকার ৬জনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার কাজ এখনও চলছে। উপকূলরক্ষী বাহিনীও উদ্ধার কাজ শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, আরব সাগরে যে চপারটি জরুরি অবতরণ করে, সেখান থেকে ৬ জনকে উদ্ধার করলেও, বাকি ২ জন নিখোঁজ। তাঁদের খোঁজে ২ টি নৌকায় চেপে উপকূলরক্ষী বাহিনী জোর তল্লাশি শুরু করেছে। মুম্বই থেকে ৭ নটিক্যাল মাইল দূরে আরব সাগরের মধ্যে জরুরি অবতরণ করে চপারটি।
তবে কী কারণে ওই চপারটিকে আরব সাগরে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।