One World TB Summit: যক্ষ্মা রোগ নির্মূলে নির্বাচিত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলিকে পুরস্কার প্রদান প্রধানমন্ত্রীর
দেশ থেকে টিবি-র মতন মারণ রোগ দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ টিবি রোগ নির্মূলে সাহায্যকারি নির্বাচিত রাজ্য , কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলির ভারপ্রাপ্ত আধিকারিকদের পুরস্কার বিতরণ করলেন
উত্তরপ্রদেশঃ দেশ থেকে টিবি-র মতন মারণ রোগ দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ টিবি রোগ নির্মূলে সাহায্যকারি নির্বাচিত রাজ্য , কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলির ভারপ্রাপ্ত আধিকারিকদের পুরস্কার বিতরণ করলেন।বারাণসীতে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বি-মুক্ত পঞ্চায়েত উদ্যোগ সহ বিভিন্ন উদ্যোগ চালু করেছেন এবং ভারতের বার্ষিক টিবি রিপোর্ট ২০২৩ও প্রকাশ করেছেন।
বারাণসীতে 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- কাশীতে এই শীর্ষ সম্মেলন হচ্ছে এটা আনন্দের বিষয়। কিছু সময় আগে ভারতও 'এক পৃথিবী, এক স্বাস্থ্য'-এর দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল এবং এখন 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এর মাধ্যমে ভারত বৈশ্বিক ভালোর আরেকটি রেজোলিউশন পূরণ করেছে। গত ৯ বছরে, ভারত টিবির বিরুদ্ধে এই লড়াইয়ে অনেক ফ্রন্টে একসঙ্গে কাজ করেছে। ভারত জনগণের অংশগ্রহণের মাধ্যমে টিবির বিরুদ্ধে লড়াইয়ে একটি দুর্দান্ত কাজ করেছে।