Terrorist killed In J&K: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ান জেলায় (Shopian District) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি (Terrorist)। পুলিশ জানিয়েছে, শোপিয়ানের চেরামার্গ জয়নাপোরা (Chermarg Zainapora) এলাকায় আজ সকালে নিকেশ করা হয় ওই জঙ্গিকে। ওখানে আরও তল্লাশি অভিযান চলছে।

Terrorist killed in J&K (Photo: ANI)

শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শোপিয়ান জেলায় (Shopian District) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ১ জঙ্গি (Terrorist)। পুলিশ জানিয়েছে, শোপিয়ানের চেরামার্গ জয়নাপোরা (Chermarg Zainapora) এলাকায় আজ সকালে নিকেশ করা হয় ওই জঙ্গিকে। ওখানে আরও তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনীও। বেশ কয়েকঘণ্টা লড়াই চলবার পর এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়।



@endif