Renukaswamy Murder Case: রেনুকাস্বামী হত্যা মামলায় দর্শন ফ্যান ক্লাবের এক অভিযুক্তকে ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে গেল তদন্তকারী আধিকারিকরা

কর্ণাটকের রেনুকাস্বামী হত্যা মামলায় (Renukaswamy Murder Case) ঘটনাস্থলে কী কী হয়েছিল, সেগুলি পুনর্নিমাণ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেইজন্য এই ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্ত রাঘবেন্দ্রকে নিয়ে বৃহস্পতিবার রাতেই চিতাদূর্গা এলাকায় নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, কীভাবে ৩৩ বছর বয়সী রেনুকাস্বামীকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাগুলি পর্যায়ক্রমে পুনর্নিমাণ করতেই তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও তাঁর বান্ধবী পবিত্রা গৌড়াকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। দর্শনকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

পেশায় ফার্মাসিস্ট রেনুকাস্বামী গত ৮ জুন থেকে নিখোঁজ ছিলেন। গত ৯ জুন তাঁর দেহ পশ্চিম বেঙ্গালুরুর সুমনাহাল্লিতে একটি নদর্মার কাছ থেকে উদ্ধার করা হয়। দেহ ছিল ক্ষতবিক্ষত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দর্শনের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি এবং অনুরাগী তাঁকে হত্যা করেছে। পরবর্তীকালে জানা যায় দর্শনের বান্ধবীকে ইনস্টাগ্রামে অশালীন মেসেজ পাঠিয়েছিল রেনুকাস্বামী। আর তাতেই রেগে গিয়ে দর্শন এই খুনের পরিকল্পনা করে। জানা যায়, প্রথমে রেনুকাস্বামীকে অপহরণ করা হয়, তারপর তাঁর ওপর নির্মম অত্যাচার চালিয়ে খুন করা হয়।

জানা গিয়েচ্ছে, খুনের পর যাতে তারকার নাম কোনওভাবে না আসে সেইজন্য ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা ৩ জনকে দেওয়া হয়। যার মধ্যে রাঘবেন্দ্র অন্যতম। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও জেরার মুখে খোদ কন্নড় তারকা দর্শন এবং তাঁর বান্ধবী পবিত্রা নিজেদের দোষ স্বীকার করেছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।