One Nation One Election : এক দেশ এক নির্বাচন, প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের সঙ্গে সাক্ষাৎ সারলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এই নিয়ে চতুর্থবারের জন্য অনুষ্ঠিত হল এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা

Photo Wikipedia

এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাক্ষাৎ সারলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারক ইউ ইউ ললিতের (UU Lalit) সঙ্গে।এছাড়া মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব ব্যানার্জী এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রাও উপস্থিত ছিলেন আলোচনায়।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা সারেন রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)। যার মধ্যে রয়েছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যারা এই এক দেশ এক নির্বাচনের সমর্থন করেন। এই আলোচনার মধ্যে দিয়ে শনিবার চতুর্থ আলোচনা সম্পন্ন হল এক দেশ এক নির্বাচন নিয়ে।

গুলাম নবি আজাদ, এন কে সিং, ডঃ সুভাষ সি কশ্যপ, সঞ্জয় কোঠারি, হরিশ সালভেও উপস্থিত ছিলেন এই আলোচনাসভায়।

বিভিন্ন সময়ে নির্বাচনের কারণে যেমন সময় ব্যয় হয় প্রচুর অর্থেরও অপচয় হয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে এক দেশ এক নির্বাচন করাকেই শ্রেয় মনে করছেন। এই নিয়ে বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও মতামত চাওয়া হয়েছে বলে জানা গেছে।

২০ সেপ্টেমবর ২০২৩ সালে এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয় যার চেয়ারম্যান করা হয় প্রাক্তন রাষ্ট্পতি রামনাথ কোবিন্দকে।