IPL Auction 2025 Live

Kerala Kalamassery Blast: কেরল বিস্ফোরণে আরও এক মহিলার মৃত্যু, আতঙ্কে কাঁপছে রাজ্য, সতর্কতা দেশজুড়ে

কেরলের এর্নাকুলামের কালামাসেরি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হল। ৫৩ বছরের সেই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।

Kerala Kalamassery Blast: কেরলের এর্নাকুলামের কালামাসেরি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হল। ৫৩ বছরের সেই মহিলা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ হল। মৃত দুজনই মহিলা। প্রসঙ্গত, রবিবার সকালে এর্নাকুলামের জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন ও এগজিবিশন সেন্টারে (Zamra International Convention & Exhibition Centre) জোড়া বিস্ফোরণে (Kerala blast) ঘটনাস্থলে ১ জনের মৃত্য়ু হয়।

বিস্ফোরণে গুরুতর জখম ৫২ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতদের মধ্যে ১৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের দেহের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁদের চিকিৎসার জন্য ১৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আগামিকাল, সোমবার এই বিস্ফোরণের পর পিনরাই বিজয়ন সরকারের উদ্যোগে কেরলে সর্বদল বৈঠক হতে চলেছে। গোটা রাজ্যেজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জোড়া বিস্ফোরণের (blast) ঘটনায় রবিবার আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। ত্রিশুর গ্রামীণের (Thrissur Rural) কোডাকরা পুলিশ স্টেশনে (Kodakra Police Station) আত্মসমর্পণ (surrender) করা ডোমিনিক মার্টিন (Dominic Martin) নামে ওই ব্যক্তি দাবি (claim) করেছে যে সেই এই ঘটনা ঘটিয়েছে।

কেরলে বিস্ফোরণের জেরে রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্নপ্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির বাজার, শপিং মল, রেল স্টেশনের সামনে অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষা চোখে পড়ছে।