Rahul Gandhi: সংসদে হামলার কারণ দেশের বেকারত্ব সমস্যা, মুদ্রাস্ফীতি: রাহুল গান্ধী
সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে দেশের বেকারত্ব সমস্যাকে দায়ি করলেন রাহুল।
গত বুধবার সংসদের ভিতর হামলার ঘটনায় মুখ খুললেন কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে দেশের বেকারত্ব সমস্যাকে দায়ি করলেন রাহুল। দলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বললেন,"সংসদে এমন ঘটনা কেন ঘটল? আসল ইস্যু হল দেশের বেকারত্ব সমস্যা। প্রধানমন্ত্রী মোদীর নীতির জন্য দেশের তরুণ, যুব সমাজ কর্মসংস্থান পাচ্ছে না। এই ঘটনার পিছনে আসল কারণ হল বেকারত্ব ও মুদ্রাস্ফীতি।"
রাহুল বোঝাতে চাইলেন, দেশের বেকারত্ব বাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বাড়ায় মানুষ ক্ষুব্ধ। তাই মানুষের ক্ষোভের আগুনের কারণে এমন ঘটনা ঘটছে বলে রাহুলের দাবি।
দেখুন এক্স
লোকসভার অধিবেশন চলাকালীন গ্যাস হামলার ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে রাহুল সংসদে নিরাপত্তার থেকেও বেকারত্ব সমস্যাকেই দায়ি করাই তোপ দাগছেন বিজেপি নেতারা।