Om Birla Daughter Anjali Birla: মেধা নিয়ে প্রশ্ন, মানহানির মামলা দায়ের করলেন স্পিকার ওম বিড়লার কন্যা অঞ্জলি
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিন একটি পরীক্ষায় অঞ্জলির প্রথমবারের চেষ্টায় উত্তীর্ণ হওয়া নিয়ে প্রশ্ন দানা বাঁধে নেটিজেনদের একাংশের মনে। মেধা ঘিরে প্রশ্ন তোলায় এবার আদালতের দারস্ত হলেন অধ্যক্ষ কন্যা।
নিয়া দিল্লি, ২৩ জুলাইঃ লোকসভার স্পিকার ওম বিড়লার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিড়লার ইউপিএসসি (UPSC) পরীক্ষায় পাশ করা নিয়ে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য প্রশ্নফাঁস ঘিরে নিট কেলেঙ্কারি যেভাবে ধরা পড়েছে তাতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) মতো কঠিন একটি পরীক্ষায় অঞ্জলির প্রথমবারের চেষ্টায় উত্তীর্ণ হওয়া নিয়ে প্রশ্ন দানা বাঁধে নেটিজেনদের একাংশের মনে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা লেখালেখি হয়। অঞ্জলির বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাবা তথা লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) ক্ষমতা কাজে লাগিয়ে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। মেধা ঘিরে প্রশ্ন তোলায় এবার আদালতের দারস্ত হলেন অধ্যক্ষ কন্যা। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মানহানির মামলা করেছেন অঞ্জলি। বাবা অধ্যক্ষের প্রভাব খাটিয়ে ইউপিএসসি পরীক্ষায় তাঁর পাশ করার মিথ্যা অভিযোগে যে সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা হয়েছিল তা মুছে ফেলার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মডেলিং থেকে অধ্যক্ষ-কন্যার UPSC পাশ, নিট প্রশ্নফাঁস স্মরণ করে পালটা প্রশ্ন নেট নাগরিকদের একাংশের
দিল্লি হাইকোর্টের দারস্ত অধ্যক্ষ কন্যা...
২০১৯ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় বসেন অঞ্জলি। প্রথম বারের চেষ্টাতেই ইউপিএসসি পাশ করে মডেল থেকে সোজা আইএএস অফিসার হন বিড়লা কন্যা। ২০২০ সালের অগাস্ট মাসে সিভিল সার্ভিসের একটি সংরক্ষিত তালিকা প্রকাশ পেয়েছিল। আর তাতেই অঞ্জলি বিড়লা সহ আরও ৮৯ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থীর নাম ছিল।