Old Man Died in Plane Terminal: মিলল না হুইলচেয়ার, বিমান থেকে টার্মিনালে যেতে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

হুইলচেয়ারের অভাবের কারণে এই দম্পতির জন্য মাত্র একজন হুইলচেয়ার সহকারী এসেছিলেন। সেই কারণে স্ত্রী হুইল চেয়ারে বসেন এবং স্বামী তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে পাশাপাশি হাঁটছিলেন। জানা গিয়েছে, ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতে তাকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয় যেখানে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে পড়ে যান

Wheelchair Representative Image (Photo Credit: Pixabay)

মুম্বইঃ নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে হুইলচেয়ারে যাত্রী হিসেবে স্ত্রীকে নিয়ে উড়ে এসেছিলেন ৮০ বছরের এক বৃদ্ধ। সোমবার মুম্বই বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পড়ে মারা যান তিনি। হুইলচেয়ারের অভাবের কারণে এই দম্পতির জন্য মাত্র একজন হুইলচেয়ার সহকারী এসেছিলেন। সেই কারণে স্ত্রী হুইল চেয়ারে বসেন এবং স্বামী তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে পাশাপাশি হাঁটছিলেন। জানা গিয়েছে, ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাতে তাকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয় যেখানে তিনি হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে পড়ে যান। তাঁকে মুম্বই বিমানবন্দরের মেডিক্যাল ফেসিলিটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত হলেও মার্কিন পাসপোর্টধারী ছিলেন। তারা হুইলচেয়ারের সুবিধাটি আগে থেকেই বুক করে রেখেছিলেন। রবিবার নিউ ইয়র্ক থেকে রওনা হওয়া মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এআই-১১৬ বিমানের ইকোনমি ক্লাসে যাত্রা শুরু করেন ওই দম্পতি। Karnataka Shocker: স্ত্রীর ইনস্টাগ্রাম 'আসক্তি'তে বিরক্ত হয়ে চামরাজানগরে আত্মহত্যা স্বামীর, ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটে ৩২ জন হুইলচেয়ারের যাত্রী থাকলেও গ্রাউন্ড স্টাফদের সঙ্গে থাকা মাত্র ১৫টি হুইলচেয়ার মাটিতে অপেক্ষা করছিল। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র ব্যাখ্যা করেছেন, 'হুইলচেয়ারের ব্যাপক চাহিদার কারণে, আমরা যাত্রীকে হুইলচেয়ারের সহায়তা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু তিনি তার স্ত্রীর সাথে হাঁটতে চান।' এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক ঘটনা' আখ্যা দিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।

এক দশক আগে এয়ার ইন্ডিয়া-সহ বিমান সংস্থাগুলি হুইলচেয়ার সুবিধার জন্য টাকা নিত। শুধুমাত্র যাদের মেডিকেল সার্টিফিকেট আছে তাদেরই বিনামূল্যে হুইলচেয়ার দেওয়া হত। এরপর বিভিন্ন গোষ্ঠীর চাপে মেডিক্যাল সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে নেয় বিমান সংস্থাগুলি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাউন্ড স্টাফ বলেন, 'আমরা প্রায়ই দেখেছি যে বয়স্ক দম্পতিরা স্বামী বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং বিমান থেকে বিমানবন্দরের টার্মিনালে একা ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যাঁদের চলাফেরার সমস্যা রয়েছে, তাঁদের টার্মিনাল বিল্ডিং দিয়ে বিমান থেকে যাওয়ার সময় একে অপরের সঙ্গে থাকতে পছন্দ করেন। সূত্রের খবর, নিউ ইয়র্ক-মুম্বই অবতরণের কথা ছিল সকাল সাড়ে ১১টায়, কিন্তু সোমবার দুপুর ২টো ১০ মিনিটে তা প্লেনটি নামে।