Fight Over Feeding Dogs: পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে বৃদ্ধকে মারধর যুবতীর, গাজিয়াবাদের ভিডিয়ো

পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে একজন বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করল এক যুবতী।

Fight Over Feeding Dogs: পথ কুকুরকে খাবার দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে বৃদ্ধকে মারধর যুবতীর, গাজিয়াবাদের ভিডিয়ো
Photo Credits: twitter@lokeshRlive

গাজিয়াবাদ পথ কুকুরকে (Stray dog) খাবার (food) দেওয়া নিয়ে গণ্ডগোলের (Fight) জেরে একজন বৃদ্ধকে  (Old man) লাঠি দিয়ে বেধড়ক মারধর করল এক যুবতী (woman)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad)। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গাজিয়াবাদের পঞ্চশীল ওয়েলিংটন সোসাইটির (Panchsheel Wellington Society) আবাসনের নিচে একটি জায়গায় পথ কুকুরকে খাবার দিচ্ছিল এক যুবতী। ওই জায়গায় খাবার দিতে বারণ করেন ৭৯ বছরের এক বৃদ্ধ। বিষয়টি নিয়ে দুজনের গণ্ডগোল চলাকালীন আচমকা বৃদ্ধকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করে যুবতীটি (Old Man beaten by woman)। এমনকী আশেপাশে থাকা মানুষরা গণ্ডগোল থামানোর চেষ্টা করলে তাঁদের উপরও চড়াও হয় সে। আরও পড়ুন:

দেখুন ভিডিয়ো: