Ola: তামিলনাড়ুর সঙ্গে মউ সাক্ষর ওলার
গাড়ি তৈরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ওলা
তামিলনাড়ু সরকারের সঙ্গে বিশেষ মউ সাক্ষর করল ওলা। ইভি প্রযুক্তিতে চার চাকার গাড়ি এবং ২০ গিগাওয়াটের ব্যাটারি হাব তৈরি করতে ৭৬১৪ কোটি টাকা বিনিয়োগ করবে ওলা ইলেকট্রিকের ।আর এই বিনিয়োগের জেরে প্রায় ৩ হাজারেরও বেশি কর্মাসংস্থানের সুযোগ রয়েছে বলে জানা গেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতে সাক্ষরিত হয় এই মউ।ফেবরুয়ারীর ১৪ তারিখে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ইভি গাড়ি নীতি প্রকাশ করা হয়।৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়।যাতে প্রায় ১.৫ লক্ষেরও বেশি কর্মাসংস্থান হতে পারে। এমনকি ইভি গাড়ি নিলে সরকারের পক্ষ থেকে রোড ট্যাক্সের ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষনা করা হয়েছে।
পাঁচ বছরের মধ্যেই তামিলনাড়ু , ইভি গাড়ি তৈরির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থান তৈরি করেছে। বর্তমানে ওলা এবং আর্থার ইলেকট্রিক তাদের গাড়ির কারখানা তামিলনাড়ুতেই বানিয়েছে। সেই উদ্যোগকে আরও বাড়াতে এই পদক্ষেপ।