Odisha Train Accident: সরকারী হিসেবে মৃত্যু বেড়ে ২৭৫, ৮৮টি দেহ শনাক্ত, ওয়েবসাইটে মিলছে দাবিহীন দেহের তালিকা
৭৮টি মৃতদেহ পরিবারের লোকেরা শনাক্ত করার পর, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে এখনও পর্যন্ত মোট ৮৮টি মৃতদেহ শনাক্ত করা গিয়েছে।
ওডিশার বালাসোরে ভবাহ ট্রেন দুর্ঘটনায় সরকারী হিসেবে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৭৫। এখনও আহত ৯০০ জন। ৭৮টি মৃতদেহ পরিবারের লোকেরা শনাক্ত করার পর, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে এখনও পর্যন্ত মোট ৮৮টি মৃতদেহ শনাক্ত করা গিয়েছে। এমন কথাই জানালেন ওডিশার মুখ্যসচিব প্রদীপ জানা।
২৭৫টি-র মধ্যে মাত্র ৮৮টি দেহ শনাক্ত করা গিয়েছে। পরিসংখ্য়ানেই পরিষ্কার এখনও কত দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ওডিশার বিভিন্ন জায়গার মর্গে রাখা হয়েছে ট্রেন দুর্ঘটনায় মৃতদেহগুলি। দেহগুলির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সময় যত যাবে ততই কঠিন হবে দেহ শনাক্ত করার কাজ। পরিবারের লোকেরা যাতে দেহ শনাক্ত করতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে ওডিশা সরকার। srcodisha.nic.in নামের ওয়েবসাইটে গিয়ে দাবিহীন দেহ বা বেওয়ারিশ দেহগুলির বিস্তারিত তথ্য জানা যাচ্ছে। আরও পড়ুন-দুর্ঘটনাস্থলে থাকা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের থেকে পরিস্থিতি নিয়ে ফোনে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেখুন টুইট
দেখুন টুইট
ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় অশনাক্ত মানুষের মৃতদেহগুলিকে আজ, রবিবার সকালে এইমস ভুবনেশ্বরে আনা হয়। দেহগুলির শনাক্তের পর সেগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বালাসোরের ডিসিপি প্রতীক সিং বলেন, "১৬০টি শনাক্ত না হওয়া মৃতদেহ ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুবনেশ্বরের এইমস-এর সবচেয়ে বড় মর্গ রয়েছে যেখানে প্রায় ১০০টি মৃতদেহ রাখা যেতে পারে এবং বাকি মৃতদেহ অন্য হাসপাতালে রাখা হবে।"
ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় অশনাক্ত মানুষের মৃতদেহগুলিকে আজ, রবিবার সকালে এইমস ভুবনেশ্বরে আনা হয়। দেহগুলির শনাক্তের পর সেগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বালাসোরের ডিসিপি প্রতীক সিং বলেন, "১৬০টি শনাক্ত না হওয়া মৃতদেহ ঘটনাস্থল থেকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে। ভুবনেশ্বরের এইমস-এর সবচেয়ে বড় মর্গ রয়েছে যেখানে প্রায় ১০০টি মৃতদেহ রাখা যেতে পারে এবং বাকি মৃতদেহ অন্য হাসপাতালে রাখা হবে।"