Odisha Shocker: গণধর্ষণ থেকে বাঁচতে স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আশঙ্কাজনক কিশোরী, গ্রেফতার ৫

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে জাজপুরে ওই ভয়াবহ ঘটনা ঘটে। কেওনঝড়ের এক ব্যক্তির তাঁর বোনের সঙ্গে ফিরছিলেন রবিবার রাতে। বাস থেকে নামার পর অঝোরে বৃষ্টি শুরু হলে, দাদা-বোনকে স্থানীয় একটি স্কুলের ঘরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন অভিযুক্ত ৫ জন।

Representative Image

জাজপুর, ১৯ জুলাই: গণধর্ষণ (Rape) থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দিল এক কিশোরী। ওড়িশার (Odisha) জাজপুরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। আহত অবস্থায় ওই কিশোরীকে ভর্তি করা হয় হাসপাতালে। জাজপুরের ওই ঘটনার জেরে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কলিঙ্গ নগর হাসপাতালে ভর্তি ওই কিশোরীর চিকিৎসা চলছে। তবে তার অবস্থা সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে।

পুলিশ (Police) সূত্রে খবর, রবিবার রাতে জাজপুরে ওই ভয়াবহ ঘটনা ঘটে। কেওনঝড়ের এক ব্যক্তির তাঁর বোনের সঙ্গে ফিরছিলেন রবিবার রাতে। বাস থেকে নামার পর অঝোরে বৃষ্টি শুরু হলে, দাদা-বোনকে স্থানীয় একটি স্কুলের ঘরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন অভিযুক্ত ৫ জন। স্কুলের ঘরে দাদা-বোন আশ্রয় নেওয়ার পর কয়েক ঘণ্টা তাঁরা ভালইন ছিলেন। এরপর মাঝ রাতে আচমকা দাদাকে মারধরের পর বোনের উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা।

আরও পড়ুন: Aryan Khan: অভিজাত পানশালায় আরিয়ান খান, শাহরুখ-পুত্রের ভিডিয়ো ভাইরাল

সঙ্গে সঙ্গে ওই কিশোরী স্কুলের ছাদ থেকে ঝাপ দেয়। সেই সঙ্গে তার দাদা চিৎকার করে স্থানীয় লোকজনকে ডাকতে শুরু করেন। কিশোরীর দাদার চিৎকার শুনে আশপাশের লোক জড়ো হয়ে যান এবং পুলিশকে খবর দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় এরপর ওই কিশোরীকে ভর্তি করা হয় কলিঙ্গ নগর হাসপাতালে।



@endif