Odisha Shocker: দুই প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যা করল যুবক, খুনের পন্থা জানলে শিউরে উঠবেন

প্রদ্যুম্ন বিবাহিত থাকা সত্ত্বেও সে রোজ়ি পাত্র এবং ইজিতা বুবন নামে দুই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ায়। রোজ়ি এবং ইজিতা পেশায় নার্স। দুই নার্স বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রদ্যুম্ন নিজের স্ত্রীকে অজ্ঞান করে দেয়।

Man Kills wife Help Of His 2 Girlfriend (Photo Credit: X)

ভুবনেশ্বর, ৩১ অক্টোবর: দুই বান্ধবীর সঙ্গে থেকে নিজের স্ত্রীকে খুন করল এক ফার্মাসিস্ট। স্ত্রীকে খুনের জন্য যে পন্থা অবলম্বন করে ওই যুবক, তা সামনে আসতেই পুলিশের চোখ কপালে ওঠে। এবার ওড়িশার (Odisha) ভুবনেশ্বরে (Bhubaneswar)  ঘটে গেল এমনই চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বরের বাসিন্দা প্রদ্যম্ন পেশায় ফার্মাসিস্ট। প্রদ্যুম্ন বিবাহিত থাকা সত্ত্বেও সে রোজ়ি পাত্র এবং ইজিতা বুবন নামে দুই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ায়। রোজ়ি এবং ইজিতা পেশায় নার্স। দুই নার্স বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রদ্যুম্ন নিজের স্ত্রীকে অজ্ঞান করে দেয়। অ্যানাস্থেসিয়ার ডাবল ডোজ় দিয়ে স্ত্রী শুভশ্রীকে একেবারে অচেতন করে দেয় প্রদ্যুম্ন। স্ত্রীকে অচেতন করে, তাঁকে হাসপাতালে নিয়ে যায় সে।

প্রদ্যুম্ন এবং তার দুই প্রেমিকা পুলিশের হেফাজতে...

 

শুভশ্রীর কী হয়েছে চিকিৎসকরা জানতে চাইলে প্রদ্যুম্ন জানায় অন্য কথা। তার স্ত্রী শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করে বলে চিকিৎসকদের জানায় ভুবনেশ্বরের ওই ফার্মাসিস্ট। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায়। স্ত্রীর মৃত্যু নিয়ে প্রদ্যুম্ন যে মিথ্যে বলছিল, তা কার্যত ফাঁস হয়ে যায়। শুভশ্রীর ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, অ্যানাস্থেসিয়ার ওভারডোজ় দিয়ে তাঁকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।



@endif