Odisha: বাড়িতে সম্পর্ক না মানায় ট্রেনের সামনে ঝাঁপ যুগলের

ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডি জেলার কিনারকেল্লা গ্রামে। তাঁরা দু'জনেই এই গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্ক বাড়িতে না মানায় এই চরম সিদ্ধান্ত নেন তাঁরা।

প্রতীকী ছবি (Photo Credit: File)

নয়াদিল্লিঃ একের অপরকে মন দিয়েছিলেন তা অনেকদিন হয়েছিল। স্বপ্ন(Dream) ছিল একসঙ্গে পথ চলার। সংসার বাঁধার আশায় বাড়িতে সম্পর্কের কথা জানাতেই বেঁকে বসে দুই পরিবার। এরপরই আত্মহত্যার(Suicide) সিদ্ধান্ত নেন ওড়িশার(Odisha) এক যুগল। ট্রেনের(Train) সামনে ঝাঁপ দেন তাঁরা। ঘটনায় মৃত্যু হয় ১৭ বছরের প্রেমিকার(Girlfriend)। অন্যদিকে প্রাণে বাঁচলেও গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভর্তি প্রেমিক। তাঁর বয়স ২১ বছর। জানা গিয়েছে,ঘটনাটি ঘটেছে ওড়িশার কালাহান্ডি জেলার কিনারকেল্লা গ্রামে। তাঁরা দু'জনেই এই গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্ক বাড়িতে না মানায় এই চরম সিদ্ধান্ত নেন তাঁরা। মালগাড়ির সামনে ঝাঁপ দেন। নাবালিকার মৃত্যু হলেও বেঁচে যান প্রেমিক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন সেই মালগাড়ির চালক। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। টিটিলাগড় জিআরপি এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে। গোটা ঘটনাত তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রেমের জন্য চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হল যুগল



@endif