Naveen Patnaik On Women's Rights: মহিলাদের অধিকারের জন্য গ্রাম থেকে সংসদ পর্যন্ত লড়াই চালাবে বিজেডি, প্রতিশ্রুতি নবীন পট্টনায়েকের
মহিলাদের অধিকারের জন্য বিজু জনতা দল গ্রাম থেকে সংসদ পর্যন্ত লড়াই চালাবে বলে প্রতিশ্রুতি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
ভুবনেশ্বর: মহিলাদের অধিকারের (women's rights) জন্য বিজু জনতা দল (BJD) গ্রাম (villages) থেকে সংসদ (Parliament) পর্যন্ত লড়াই (fight) চালাবে বলে প্রতিশ্রুতি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Odisha CM Naveen Patnaik)।
শনিবার ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে (Bhubaneswar) আয়োজিত বিজেডির স্টেট এগজিকিউটিভ কমিটির (BJD state executive committee) মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে নবীন প়ট্টনায়েক বলেন, "গ্রাম থেকে সংসদ পর্যন্ত মহিলাদের অধিকারের জন্য লড়াই করবে বিজেডি। সংসদ (Parliament) ও রাজ্য বিধানসভাগুলোয় (state assemblies) নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত (one-third reservation) করার জন্য দাবি জানাবই আমরা।" আরও পড়ুন: Dharmendra Pradhan : মণিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু বাংলায় যা ঘটেছে তা আরও দুর্ভাগ্যজনক, জানালেন ধর্মেন্দ্র প্রধান