Naveen Patnaik: মে মাসেই ওড়িশায় বিধানসভা নির্বাচন! দুটি আসনে লড়বেন নবীন পট্টনায়েক, জমা দিলেন মনোনয়ন
লোকসভা নির্বাচনের মাঝেই আগামী ১৩ মে থেকে ওড়িশায় শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। এবারেও বিজু জনতা দল একক সংখ্যা গরিষ্ঠতায় জিতবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এর মাঝেও একাধিক পুরোনো নেতা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গত্যাগ করেছেন। সেই কারণেই এবার একটি নয় দুটি আসন থেকে ভোটে লড়বেন বিজেডি সুপ্রিমো।
নবীন হিঞ্জিলি কেন্দ্রের পাশাপাশি ভোটে লড়বেন কান্টাবাজি কেন্দ্র থেকেও। বৃহস্পতিবার বালাঙ্গীরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯-এর নির্বাচনেও দুটি আসন থেকে লড়েছিলেন নবীন। সেবার হিঞ্জিলির পাশাপাশি বিজেপুর কেন্দ্রেও জয় পেয়েছিলেন তিনি। তবে পরে বিজেপুর ছেড়ে দেন। কিন্তু এবারেও সেই একইভাবে তাঁর দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিরোধীদের দাবি, বিজেডি সুপ্রিমো প্রতিবারই আত্ম সংশয়ে ভোগেন। তাই একটি আসনে হারলেও তিনি যাতে মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন তাই দুটি আসনে লড়তে চান। অন্যদিকে দলীয় নেতৃত্বের দাবি, তিনি যে আসন থেকেই দাঁড়াবেন সেখান থেকেই জিতে আসবেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেডি জয়লাভ করলে ছ'বারের মুখ্যমন্ত্রী হতে রেকর্ড তৈরি করবেন নবীন পট্টনায়েক।