Saharanpur Child Home: সাহারানপুরের হোমে নাবালিকাদের ওপর শারীরিক অত্যাচার, নগ্ন ভিডিয়ো করার অভিযোগে দায়ের এফআইআর
উত্তরপ্রদেশের সাহারানপুরের এক আবাসিক শিশু হোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সেই হোমের কিশোরী, নাবালাকিরা জানালো, সেখানে তাদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়।
উত্তরপ্রদেশের সাহারানপুরের এক আবাসিক শিশু হোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। সেই হোমের কিশোরী, নাবালাকিরা জানালো, সেখানে তাদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়। মেয়েদের নগ্ন করে ভিডিয়ো তোলা, যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে অত্য়াচারও চলে। প্রাথমিক তদন্তের পর সুপারেনডেন্ট সহ হোমের পাঁচ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হোমের এক কিশোরী জানায়, তারা অত্যাচার সহ্য করতে না পেরে লুকিয়ে পুলিশকে সব জানায়। হোমের ম্য়ানেজার তাদের নানা অজুহাতে একান্তে ডেকে নগ্ন হতে বলত। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মারা হত।
হোমের ম্যানেজার ভিপি সিং তখন পিঙ্কি ম্যাডাম নামে কাউকে ডেকে পাঠাত। তারপর সেই পিঙ্কি ম্যাডাম স্টোরের ভিতর ডেকে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার চালাত। কেউ কোনও প্রতিবাদ করলে আটকে রেখে দীর্ঘদিন খেতে দেওয়া হত না বলেও অভিযোগ।
মূলত শামলি, মুজফরনগর এবং বাগপাত জেলার অনাথ, জেলবন্দিদের মেয়েরা সাহারনাপুরের এই হোমে থাকতে আসে। জানকপুরি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের কঠোর শাস্কির দাবিতে ধরনায় বসেছে হোমের মেয়েরা।